কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের আন্দোলনের পাশে তিনি রয়েছেন বলে আগেই জানিয়ে দিয়েছিলেন । কৃষক সংগঠনের নেতৃত্বের সঙ্গে কথাও বলেছেন । আর আজ মেয়ো রোডে দলের ধরনায় যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেখান থেকে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন তিনি।
দেখুন সরাসরি!
বক্তব্যের কিছু অংশ
কৃষি আইনের প্রতিবাদে একজোট হওয়া প্রয়োজন
নতুন কৃষি আইনে বঞ্চিত হবে কৃষকরা
২৬ দিন অনশন করেছিলাম
কী করেছে বাংলার জন্য
মানুষ যখন বিপদে পড়ে বাংলা করে
জোর করে জমি কেড়ে নেওয়া, আমাদের উপর অত্যাচার সেসব দিন ভুলিনি
সিএএ নিয়েও পথে নেমেছিলাম
এখনও আইন বাতিল হয়নি, সুযোগ পেলেই কাজে লাগাব
কেন্দ্রের তিনটি আইনই কৃষকবিরোধী
নরেন্দ্র মোদির বাবুদের সরকার পরিকল্পনা করে ভিডিয়ো করে মিডিয়াকে দেয়
মিডিয়ার কোনও ক্ষমতা নেই তাদের উপর কথা বলার
মালিকদের কিনে নিয়েছে
মালিকরা কথা না বললেন চালাতে দেবে না
মানুষের কণ্ঠরোধ করেছে বিজেপি
মোদি সরকার সংবিধান, গণতন্ত্র মানে না
ব্যক্তিগত আক্রমণ করি না
কেন্দ্র যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানছে না
বাংলার সব পরিবার খারাপ আর আপনারা ধোয়া তুলসি পাতা
হাজার হাজার কোটি টাকা দিয়ে মূর্তি বানাবে
সংসদ ভবন তৈরির টাকা কৃষকদের দেওয়া উচিত ছিল
আপনার ধান কেড়ে নিয়ে যাবে বুঝতে পারবেন না
আরএসএসকে হিন্দু ধর্মের প্রবর্তক বলে মনে করি না
রাজ্য থেকে কে টাকা নিয়ে যায়
বাংলার কৃষকদের বঞ্চনাআমরা কৃষকদের পাশে রয়েছি
আমরা হিংসা চাই না, অশান্তি চাই না
শুধু বলে ডেটা দাও, সব ডেটা চাই
তথ্য নিয়ে মানুষের ভবিষ্যৎ নষ্ট করবে
হিটলার মুসোলিনির সঙ্গে মোদির তুলনা মমতার
৩০০ সাংসদ নিয়ে বিজেপির ঔদ্ধত্য
এরকম মিথ্যা কেউ বলে না
বিজেপি বাংলার পার্টি নয়, দিল্লির পার্টি
নচিকেতার গানের লাইন উল্লেখ করে বলেন, “বাংলাটাকে গুজরাত হতে দেব না”
গুন্ডামি পছন্দ করি না, ভালোবাসি নাবাংলার বদনাম করতে লজ্জা লাগে না
বাংলার মানুষকে বলছি- প্রতিরোধ করুন, প্রতিবাদ করুন
ভুয়ো রাজনীতি চলতে পারে না
উত্তরপ্রদেশ, বিহারে কাউকে এফআইআর করতে দাও ?
বিজেপি যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে
বর্ডার সামলাবে না, দেশ সামলাবে না
শুধু মিডিয়ায় ভাষণ সারাক্ষণ ভাষণ চলছে
শিগগিরি এই পার্টিটা হারিয়ে যাবে
তোমার দলের লোককে দিয়ে নাটক সাজাচ্ছ
নিজের দলের লোককে নিয়ে ঝামেলা করেছে
তোমার পিছনে ৫০টি গাড়ি কেন যায
়আমরা হিংসা চাই না ৫০টি গাড়ি গেলে দুর্ঘটনার সম্ভাবনা থাকে
কনভয়ের পিছনে থাকা গাড়িতে ঢিল পড়ল, কীভাবে ছবি তুললো
সব কি তাহলে পরিকল্পনা?
রাজ্যে ধর্মীয় উৎসব নির্বিঘ্নে হচ্
ছেনিজেদের আত্মসম্মান বলে কিছু নেই
যে বেশি দুর্নীতিবাজ সে বিজেপির সবচেয়ে বড় নেতা
তৃণমূলে থাকলে সারদা-নারদার ছানা আর বিজেপিতে গেলে রত্নগর্ভা
Be the first to comment