‘মিশনারিজ অফ চ্যারিটি’ প্রসঙ্গে কেন্দ্রকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

‘মিশনারিজ অফ চ্যারিটি’ ৷ রাঁচিতে নারীদের সুরক্ষার অন্যতম আশ্রয়স্থল। আর তার বিরুদ্ধেই উঠেছিল শিশু পাচার চক্রের অভিযোগ ৷ এই অভিযোগেই ‘নির্মল হৃদয়’-র দায়িত্বে থাকা এক সিস্টারকে গ্রেফতার করে বিজেপি শাসিত সরকারের পুলিশ ৷ এই ঘটনা প্রসঙ্গেই বৃহস্পতিবার কেন্দ্রকে টুইটারে একহাত নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন টুইট করে মুখ্যমন্ত্রী বলেন, মাদার টেরেসাকে অপমান করা হচ্ছে ৷ সিস্টারদের টার্গেট করা হচ্ছে ৷ মিশনারিজ অফ চ্যারিটি তাদের কাজ করুক ৷ একইসঙ্গে তিনি আরও বলেন, মাদার টেরেসা নিজে মিশনারিজ অফ চ্যারিটি গঠন করেন। এখন তাদেরও ছাড়া হচ্ছে না। এটা মিশনারিজ অফ চ্যারিটিকে বদনাম করার ঘৃণ্য প্রচেষ্টা। সিস্টারদের টার্গেট করা হচ্ছে। বিজেপি কাউকে ছাড়ছে না। অত্যন্ত নিন্দাজনক। গরিব মানুষের জন্য মিশনারিজ অফ চ্যারিটি তাদের কাজ চালিয়ে যাক।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*