আগামীকাল মোদী-মমতা বৈঠক, আজ বিকেলেই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Spread the love

মহাত্মা গান্ধীর জন্মসার্ধশতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে আবারও মুখোমুখি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলের বিমানে দিল্লি রওনা দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর ৷ উল্লেখ্য, মহাত্মা গান্ধীর জন্মসার্ধশতবর্ষ উপলক্ষ্যে দেশজুড়ে সারা বছর অনুষ্ঠান পালন করার পরিকল্পনা নিয়েছে নরেন্দ্র মোদী সরকার ৷ সেই উপলক্ষ্যেই মঙ্গলবার রাজধানীতে পাড়ি দিচ্ছেন মমতা ৷

জানা গিয়েছে, বুধবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী ৷ সেই বৈঠকে যোগ দিতেই দিল্লি যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ দেশজুড়ে মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী পালনে মুখ্যমন্ত্রীদের নিয়ে কমিটি গড়েছে কেন্দ্র। বুধবার বিকেল ৫টায় রাষ্ট্রপতি ভবনে এই কমিটির বৈঠকে থাকবেন প্রধানমন্ত্রী ৷

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ফেডারেল ফ্রন্ট নিয়েও অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গেও ব্যক্তিগতভাবে আলোচনা করতে পারেন মমতা ৷ প্রসঙ্গত, বিজেপি এবং আরএসএসকে রুখতে ফেডারেল ফ্রন্ট গঠনের জন্য গত মার্চ মাসে দিল্লি গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিভিন্ন বিরোধী দলের নেতা-নেত্রীদের সঙ্গে তাঁর কথাও হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*