ব্যাংক সংযুক্তিকরণের প্রতিবাদে এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন তিনি। চিঠিতে দেশের অর্থনীতিকে বাঁচাতে ব্যাংক সংযুক্তিকরণের সিদ্ধান্তকে পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন মোদীকে লেখা মুখ্যমন্ত্রীর চিঠির বিষয়বস্তু নিয়ে বিধানসভায় সবিস্তার ব্যখ্যা করেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি জানান, এই সংযুক্তিকরণে ব্যাংকগুলির আর্থিক লাভ হবে না বলে সম্প্রতি তাদের রিপোর্টে জানিয়েছে ক্রেডিট সুইস সংস্থা। নমোকে পাঠানো চিঠিতে একথা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। এছাড়া কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত গ্রহণের আগে রাজ্য সরকার ও ব্যাংকগুলির পরিচালন কর্তৃপক্ষের সঙ্গে যে আলোচনা করেনি, সেই বিষয়টিও চিঠিতে উল্লেখ করেছেন মমতা।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিকে শক্তিশালী করতে একটি বড় ব্যাংকের সঙ্গে একাধিক ছোট ব্যাংককে মিশিয়ে দেওয়ার নীতি নিয়েছে কেন্দ্র। যার অঙ্গ হিসেবে পঞ্জাব ন্যাশনাল ব্যাংক, অন্ধ্র ব্যাংক, ইউনাইটেড ব্যাংকের মতো বেশ কয়েকটি ব্যাংক মিশিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এর ফলে ২৭টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক কমে হবে ১২টি।
দেখুন চিঠি-
Be the first to comment