মারণ করোনার থাবা রুখতে আরও তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে এখন যেন কোনও বিমান না আসে, সে ব্যাপারে পদক্ষেপ করতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠান মুখ্যমন্ত্রী। রাজ্যে এখনও পর্যন্ত সাত জনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু মিলেছে। প্রত্যেককে কোয়ারান্টাইন রাখা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় করোনা রুখতে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ করেছে রাজ্য সরকার।
এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এব্যাপারে তৎপর হতে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে বিমানবন্দরে যাতে বাইরের কোনও বিমান নামতে না পারে, সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য নরেন্দ্র মোদীকে আবেদন জানিয়েছেন তিনি।
আপাতত রাজ্যে সব রকম বিমান পরিষেবা বন্ধ রাখার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের সাত জনের শরীরে করোনাভাইরাস জীবাণু মিলেছে. প্রত্যেককে কোয়ারেন্টাইন রেখে চিকিৎসা চলছে সোমবার সকাল করোনা সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাইরাসের আক্রমণ রুখতে সতর্ক রাজ্য। সকাল থেকেই লকডাউন মেনে চলার জন্য ঘোষণা শুরু করেছে রাজ্য সরকার। এদিন সকালে দেশবাসীর উদ্দেশ্যে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রত্যেককে লকডাউন মেনে চলার জন্য আবেদন করেন প্রধানমন্ত্রী। লকডাউন না মানলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজ্যগুলিকে আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী।
লকডাউন পালন না করলে ছয় মাসের জেল সঙ্গে এক হাজার টাকা জরিমানা পর্যন্ত হতে পারে। এই মর্মে কেন্দ্রের দেওয়া নির্দেশিকা মেনে শহরাঞ্চলে পাশাপাশি মফস্বলেও ঘোষণা শুরু করেছে রাজ্য সরকার।
Be the first to comment