লোকসভা নির্বাচনে বেলাগাম অর্থ খরচ হয়েছে বলে ভোটের পর থেকেই বিভিন্নভাবে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই নিয়ে সর্বদল বৈঠক ডাকার আর্জিও জানিয়েছেন তিনি।
জানা যায় শুধুমাত্র স্টেট ফান্ডিং ইলেকশন নিয়ে আলোচনা করার জন্যই সর্বদল বৈঠক ডাকার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, তিনি চিঠিতে উল্লেখ করেছেন যে, ২০১৯-এর সাধারণ নির্বাচনে সারা দেশে বিভিন্ন রাজনৈতিক দল সব মিলিয়ে খরচ করেছে প্রায় ৬০ হাজার কোটি টাকা। এই হারে টাকা খরচ বন্ধ করা দরকার এমনটাও বলেন তিনি।
মুখ্যমন্ত্রী এদিন দাবি করেন, সেন্টার ফর স্টাডিজের চেয়ারপার্সন এন ভাস্করা রাও তাঁকে জানিয়েছেন, বিশাল নির্বাচনী খরচ দুর্নীতির আঁতুড়ঘর ৷ এই ধারা আটকানো না গেলে দুর্নীতি রোখা যাবে না ৷ প্রচারের জন্য কী পরিমাণ অর্থ ব্যয় হয়েছে সে বিষয়ে নিশ্চয়ই প্রধানমন্ত্রীর সম্যক ধারণা রয়েছে বলে মুখ্যমন্ত্রী লেখেন, ভোটারদের মধ্যে টাকা ছড়ানো হয়েছে ৷ প্রচারের জন্য প্রার্থীদের খরচের মাত্রা নির্বাচন কমিশন বেঁধে দিলেও রাজনৈতিক দলগুলির ক্ষেত্রে তা করা হয়নি ৷
পাশাপাশি প্রত্যক্ষ ও পরোক্ষ অনুদান নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেন মুখ্যমন্ত্রী ৷ তিনি লেখেন, ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিসট্যান্টের রিপোর্ট অনুযায়ী, বিশ্বের ৬৫টি দেশ প্রত্যক্ষ অনুদান পায় ৷ অন্যদিকে, পরোক্ষ অনুদানের ক্ষেত্রে সেই সংখ্যাটা ৭৯ ৷ জার্মানি, ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশ ও মেক্সিকো, থাইল্যান্ডের মতো উন্নয়নশীল দেশ প্রত্যক্ষ অনুদান পায় ৷ এছাড়াও, বিশ্বের ৭১টি দেশে স্বাধীন সংবাদমাধ্যমের সুবিধা রয়েছে ৷ ভারতে বিনামূল্যে সম্প্রচার ও টেলিভিশনের সুযোগ রয়েছে শুধু আকাশবাণী ও দূরদর্শনে ৷
দেখুন সেই চিঠি-
Be the first to comment