খুব ভালো বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। বুধবার, প্রায় আড়াই বছর পর মোদীর সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুধু নরেন্দ্র মোদীই নয় এবার বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গেও বৈঠক করতে চান মুখ্যমন্ত্রী। এদিন মমতা প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেন। আর আলোচনায় যে তিনি খুশি তা এদিন বৈঠক থেকে বের হয়েই সাংবাদিকদের বলেন তিনি।
তবে যে শুধু মোদীর সঙ্গে বৈঠক করেই তিনি খুশি থাকতে চান না সেটা বুঝিয়ে মমতা বলেন, বৃহস্পতিবার তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করতে চান। এর জন্য শাহর কাছে তিনি সময় চাইবেন। অমিত শাহ সময় দিলে বৃহস্পতিবারই অমিত-মমতা সাক্ষাৎ হতে পারে বলে খবর।
এদিন মমতা বলেন, অতীতে তিনি যখনই দিল্লি এসেছেন তখনই স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দেখা করেছেন। এবারও তিনি সেটাই করতে চাইছেন। তিনি এদিনই অমিত শাহর সঙ্গে সাক্ষাতের সময় চাইবেন বলে জানিয়েছেন। তবে এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে রাজ্যের নাম বদল থেকে কেন্দ্রের থেকে বিভিন্ন প্রকল্প বাবদ পাওনা টাকা নিয়ে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। মমতা জানান, পশ্চিমবঙ্গের নাম বদল, বিগত কয়েক বছরে রাজ্যের আর্থিক অগ্রগতি, কয়লা উৎপাদনে রাজ্যে অভাবনীয় উন্নতি সহ একাধিক বিষয় নিয়ে কথা হয়েছে । মমতার দাবি, প্রধানমন্ত্রী কথা দিয়েছেন বাংলার নাম বদলের বিষয়টি নিয়ে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ করবেন এবং যত দ্রুত সম্ভব এ বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নেবেন।
এছাড়াও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোল ব্লক বীরভূম জেলার দেওচা পাচামির উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা জানান। খুব সম্ভবত পুজোর পরে উদ্বোধন হতে পারে এটির। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি সভাপতি অমিত শাহর সঙ্গে তিনি কোন বিষয়ে কথা বলতে চান সে ব্যাপারে কোনও ইঙ্গিত দেননি তৃণমূলনেত্রী। মমতা আরও জানান এদিন এনআরসি ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে কোনও কথা হয়নি।
বুধবার বিকেল সাড়ে ৪টে নাগাদ ৭ লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে তাঁকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। মোদীর হাতে একগুচ্ছ হলুদ গোলাপ তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসিমুখে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীও।
Be the first to comment