বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবারের মতো এবারেও পুজোর উদ্বোধন করছেন। জেলার পুজোগুলি ভার্চুয়ালি উদ্বোধন করলেও কলকাতার বেশ কয়েকটি পুজো মণ্ডপে তিনি সশরীরে উপস্থিত থেকে উদ্বোধন করছেন। সামনে বিধানসভা নির্বাচন। বিজেপি এবার পাখির চোখ করেছে ২০২১-এর নির্বাচনকে। তাই কি প্রধানমন্ত্রী এবারের পুজোকে কেন্দ্র করেও পাল্লা দিচ্ছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে? অন্তত ঘটনা প্রবাহ তো তাই বলে।
পুজো মানে জনসংযোগ। তাই ভোট যুদ্ধে অ্যাডভান্টেজ পেতে শারদোৎসবকে হাতছাড়া করতে চায় না বিজেপিও। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ষষ্ঠীর দিন ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করবেন, বক্তব্য রাখবেন, করবেন জনসংযোগও।
বিজেপির মহিলা মোর্চা ও সাংস্কৃতিক শাখা একটি দুর্গাপুজোরও আয়োজন করেছে। সল্টলেকের ই.জেড.সি.সি যা ঐক্যতান নামে পরিচিত, সেখানেই হচ্ছে এই পুজো। পুজোকে ঘিরে এখন সাজোসাজো রব। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, সৌমিত্র খাঁ-এরা শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখছেন। প্রধানমন্ত্রী বলে কথা। এটা বিজেপির কাছে প্রেস্টিজ ইস্যুও। এখন সবাই তাকিয়ে ষষ্ঠীতে কী বার্তা দেন প্রধানমন্ত্রী সেদিকেই।
Be the first to comment