মমতার নেতৃত্বগুণ ঘুরিয়ে মানলেন কৈলাস

Spread the love

রাজনৈতিক সংবাদদাতা: ‘২০১১ সালে বাংলার পরিবর্তনের কান্ডারী মুকুল রায়’- এইরকমই কথা এক অনুষ্ঠানে বললেন বিজেপির সর্বভারতীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। কৈলাসবাবু মুকুলবাবুর প্রশংসা করতে গিয়ে একটু অত্যুক্তি করে ফেলেছেন। একথা আমাদের সকলেরই জানা যে বাংলার পরিবর্তন এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, পরিবর্তনের কান্ডারী তিনি। কিন্তু একটা জিনিস এই বক্তব্য থেকে বোঝা যায় যে বিজেপি যে স্বপ্ন দেখছে অর্থাৎ ২০২১ সালে পরিবর্তন আনার সেই ক্ষেত্রে তারা কান্ডারী হিসেবে মুকুল রায়কে তুলে ধরতে চাইছে।

অর্থাৎ এতদিন ধরে রাজ্যে দল বা সংগঠন করেও বিজেপি কোন একজন নেতা তৈরি করতে পারেনি। যিনি পরিবর্তন আনতে পারেন বা যিনি একটি সার্বিক নেতৃত্ব দান করতে পারেন। এক্ষেত্রেও কিন্তু তৃণমূল কংগ্রেসের তৈরি করা নেতা কে তুলে ধরতে হচ্ছে তাদের। অর্থাৎ কৈলাস বিজয়বর্গীয়ও একথা স্বীকার করে নিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা নেতা মুকুল রায়কেই তাঁদের প্রয়োজন, যদি তাদের স্বপ্ন বাস্তবায়িত করতে হয়।

এ বিষয়ে আরোও কি বললেন আমাদের রাজনৈতিক সংবাদদাতা, শুনে নিন তাঁর মুখেই..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*