হায়দরাবাদ থেকে টাকার থলি নিয়ে বাংলায় এসেছে বিজেপির দালাল। ফের একবার আসাউদ্দিন ওয়েইসির নাম না করে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে আসাউদ্দিনকে বিজেপির দালাল বলে তোপ দাগলেন মমতা। তাঁর নিশানায় যে আসাউদ্দিন ওয়েইসি, তাও তিনি বুঝিয়ে দিযেছেন হায়দরাবাদের নাম করে।
মুখ্যমন্ত্রী বলেছেন, হায়দরাবাদ থেকে এসে একজন বলছে, তোমাদের পাশে আমরা রয়েছি। তোমাদের জন্য লড়ব। কী করে তুমি লড়বে, তোমরাই বিজেপির সবচেয়ে বড় দালাল। যা করার আমরাই করব, বাইরের নেতাদের প্ররোচনায় পা দেবেন না। আমরাই আপনাদের জন্য লড়ব, আপনাদের পাশে যেমন ছিলাম, তেমন থাকব।
এর আগে মমতা নাম না করে ওয়েইসিকে আক্রমণ করেন উত্তরবঙ্গে সফরে কোচবিহার থেকে। ভিন রাজ্যের রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে তিনি তোপ দাগেন, রাজ্যে বিভেদের রাজনীতির চেষ্টা করছে ভিনরাজ্যের একটি দল। বাইরে থেকে আমদানি হওয়া কোনও নেতার কথা বিশ্বাস করবেন না। সে হিন্দু হোক বা মুসলমান হোক। এই বিপজ্জনক শক্তিদের বিশ্বাস না করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
তবে এখানেই থেমে থাকেন নি মুখ্যমন্ত্রী। এবার একেবারে বিজেপির দালাল বলে কটাক্ষ তাঁকে। তবে তিনি নাম করেননি ওয়েইসির। মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন, কোনও ভিন রাজ্যের দল আপনাদের জন্য কিছু করবে না, যা করার আমরাই করব।
এতদিন কট্টরপন্থী দল হিসেবে বিজেপিকেই আক্রমণ করতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সোমবার সেই তালিকাতে আসাদউদ্দিন ওয়েইসির এআইএমআইএম-কে ঢোকালেন তিনি। এনআরসি নিয়ে এমনিতেই সরগরম রাজ্য রাজনীতি। এরই মাঝে সোমবার উত্তরবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী জেলা সফরে গিয়ে এনআরসি ইস্যুতে মুখ খুললেন মমতা। তিনি ফের একবার বললেন, বাংলায় এনআরসি হবে না। বিজেপিকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির পাশাপাশি রাজ্যের মানুষকে বিভেদের রাজনীতি থেকে দূরে থাকতে হবে। তিনি নাম না করে এআইএমআইএম-এর নাম না করে অভিযোগ করেন, ভিনরাজ্যের একটি দল বিজেপির দালাল হয়ে এসে এ রাজ্যে উত্তাপ ছড়াচ্ছে।
এদিন কী বললেন মুখ্যমন্ত্রী?
শুনুন!
Be the first to comment