নবান্নে সাম্প্রতিক ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

Spread the love

বুধবার নবান্নে রাজ ঠাকরের সঙ্গে বৈঠক করার পর মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, UK, USA-তে ইভিএম মেশিন হয়না। ওখানে ব্যালটে ভোট
হয়। আমরা জেনেশুনে কেন ইভিএমে ভোট করি
? লোকসভা ভোটের আগেই আমরা ২৩টি দল এই বিষয়ে একত্রিত হয়েছিলাম। সুপ্রিম কোর্টে আমরা কেসও করতে চেয়েছিলাম। কিন্তু কেস নেওয়া হয়নি।

মমতা এদিন অভিযোগ করেন কেন্দ্রীয় সরকার হর্স ট্রেডিং করছে, এজেন্সি মিসইউস করছে, ৪৫টি পিএসইউকে বিলগ্নিকরণ করছে। শিল্পের অবস্থাও ভালো নয়, শিল্পপতিরা দেশ ছেড়ে চলে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক ঘটনা। কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, জিতে সরকারে এসেছো, মানুষের জন্য কাজ করো। এমন একটা বাতাবরণ তৈরি করছে যাতে শিল্পমহল ত্রস্ত হয়ে উঠছে। এমনকি ক্যাফে কফি ডে-এর কর্ণধার ভি জি সিদ্ধার্থের মতো শিল্পপতির মৃত্যু হচ্ছে। মমতা বলেন, যেকোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক। কিন্তু এটা হবে কেন? উন্নাওয়ের ধর্ষণ ও খুন সম্পর্কেও আশঙ্কা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি এদিন সোনারপুর, নেতাজিনগরে দম্পতির মৃত্যু নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, পুলিশকে সিরিয়াসলি তদন্ত করতে বলেছি। এব্যাপারে আমরা কড়া পদক্ষেব করবো। বৃদ্ধ স্বামী স্ত্রী একা থাকলে তাদের বাড়ি কোনোভাবেই দখল করা যাবে না। এই দুই জায়গায় যেখানে মৃত্যু ঘটেছে সেই দুই জায়গায় আমরা স্তম্ভ লাগিয়ে দেবো। যাতে অন্য কেউ অসাধু ভাবে তা দখল করতে না পারে। এসব ক্ষেত্রে প্রোমটারদের উদ্দেশ্যে কঠোর হওয়ার ইঙ্গিত দেন তিনি। বলেন, পঞ্চায়েত, পুরসভাকেও বলা হয়েছে এব্যাপারে সতর্ক থাকতে এবং কড়া ব্যবস্থা নিতে।

এদিন সাংবাদিকরা মমতাকে প্রশ্ন করেন “দিদিকে বলো” কেমন সাড়া ফেলেছে? উত্তরে তিনি বলেন এটা আমার টিম বলবে। পাশাপাশি এও বলেন It’s Good অর্থাৎ এটা ভালো চলছে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

শুনুন!

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*