হাওড়ার অবস্থা খুবই স্পর্শকাতর, কঠোর ব্যবস্থা নিন; প্রশাসনিক বৈঠকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Spread the love

হাওড়ার করোনা সংক্রমণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নবান্ন থেকে রাজ্যের জেলাগুলির প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, “হাওড়ার পরিস্থিতি খুব স্পর্শকাতর।” হাওড়ার জেলাশাসক ও পুলিশ কমিশনারের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “কঠোর পদক্ষেপ করুন। মেলামেশা, রাস্তায় বেরোনো সব বন্ধ করে দিন। দরকার হলে বাড়ি বাড়ি গিয়ে পুলিশ খাবার দেবে। না হলে হাওড়াকে আটকাতে পারবো না।”

তবে এখানেই থামেননি মুখ্যমন্ত্রী। আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “দেখবেন পারিবারিক হতে হতে সংক্রমণ গোটা এলাকায় ছড়িয়ে পড়তে পারে।” পাশাপাশি পুলিশের উদ্দেশে বার্তা দিয়ে তিনি বলেন, “দরকার হলে বাজারগুলোয় সশস্ত্র পুলিশ নামানো হোক। কিন্তু কোনও ভাবেই যেন বাজারে একজায়গায় পাঁচ জনের বেশি না দাঁড়ায়”।

হাওড়ার এলাকা ধরে ধরে প্রশাসনিক পদক্ষেপ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “শিবপুর মন্দিরতলা, সাঁকরাইল, বাঁকড়া, ওদিকে মালিপাঁচঘরা, কিছুটা ধূলাগড়, বিশেষ করে হাওড়ার শহর এলাকায় আগ্রাসী হয়ে কাজ করতে হবে।” কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক হটস্পট এলাকাগুলিতে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করার পরামর্শ দিয়েছে। জ্বর-সর্দি-কাশির মতো উপসর্গ থাকলে স্যাম্পল টেস্টের পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। মুখ্যমন্ত্রীও এদিন বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষা করার কথা বলেছেন।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “হাওড়া এখন রেড স্টার জোন হয়ে গেছে। অর্থাৎ পরিস্থিতি আরও খারাপ হয়েছে। আমি দেখতে চাই ১৪ দিনে হাওড়া রেড জোন থেকে অরেঞ্জ জোনে চলে এসেছে। আর যেন কেউ নতুন করে সেখানে আক্রান্ত না হন।”

এ দিন সকালে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম হাওড়ার করোনা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন হাওড়ার জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পুর এবং পুলিশ কমিশনার এবং ওই বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে। বৈঠকে করোনা রুখতে কলকাতা মডেলকেই হাওড়ায় অনুসরণের নির্দেশ দিয়েছেন পুরমন্ত্রী। ওই বৈঠকে করোনা হটস্পটগুলিতে নজরদারি আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে স্থির হয়েছে, রাস্তায় লোকজনের যাতায়াত নিয়ন্ত্রণের পাশাপাশি বস্তি এলাকাগুলোতে সিভিক ভলেন্টিয়ার এর মাধ্যমে নজরদারি বাড়ানো হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*