বৃহস্পতিবারই ঘনিষ্ঠ মহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন পঞ্চায়েত মামলা নিয়ে তিনি আত্মবিশ্বাসী। শুক্রবার রায় ঘোষণার পর তাকে স্বাগত জানিয়ে বিরোধীদের উদ্দেশে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।
এ দিন বিকেলে নবান্ন থেকে বেরনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, “সুপ্রিম কোর্টের এই রায় মানুষের জয়, গণতন্ত্রের জয়।” সিপিএম-কংগ্রেস-বিজেপি’কে জগাই-মাধাই-বিদায় বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “পরিকল্পনা করে এক জোট হয়ে রাজ্যের বিরুদ্ধে কুৎসা করেছে, অপপ্রচার করেছে, অসত্য ভাষণ দিয়েছে। বাংলাকে অসম্মান করেছে। আজ জবাব পেয়ে গিয়েছে।” সেই সঙ্গে মমতা বলেন, “বেলপাহাড়িতে তো আমরাই প্রার্থী দিতে পারিনি। ওখানকার মোড়লরা মিলে সব দখল করে বসেছিল।” ই-মনোনয়ন নিয়ে সুপ্রিম কোর্টের বক্তব্য নিয়েও এ দিন মুখ খোলেন মমতা। বলেন, “কেউ কেউ হোয়াটস অ্যাপে মনোনয়ন জমা দেওয়ার আবেদন করেছিল। সেটাও আজকে খারিজ করে দিয়েছে আদালত।”
এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি-র বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান মমতা। বলেন, “বিজেপি যা করছে তা মেনে নেওয়া যায় না। পার্টি অফিস থেকে রিপোর্টারদের থ্রেট করছে। জাতীয় সংবাদমাধ্যমে অনেকের চাকরি চলে গিয়েছে। এই তো ঈদের দিন ঝাড়খণ্ডে গুলি চলল। বিজেপি ঠিক করে দিতে চাইছে কে কী খাবে।”
গত মে মাস থেকে এই মামলা ঝুলে ছিল দেশের শীর্ষ আদালতে। শুনানিতে একাধিকবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ভর্ৎসনা করেছে রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী এবং সচিবকে। ৩৪ শতাংশ আসনে ভোট না হওয়া নিয়ে ডিভিশন বেঞ্চের নানান বাক্যবাণ ধেয়ে এসেছিল নবান্নের দিকেও। শেষ পর্যন্ত মামলার রায়ে স্বস্তিতে শাসক দল, সরকার এবং কমিশন।
Be the first to comment