প্রাথমিকে ১৬ হাজার ৫০০ শিক্ষক নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the love

প্রাথমিকে শিক্ষক নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বলেন, বুধবারই নিয়োগের নোটিস জারি করা হবে। ১৬৫০০পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ বলে হবে আশ্বাস দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । ১০ জানুয়ারি থেকে আবেদন করা যাবে । আবেদন জমা নেওয়া হবে ১৭ জানুয়ারি পর্যন্ত । যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগের প্যানেল তৈরি করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

প্রাথমিক শিক্ষকদের অনেকের মধ্যেই ক্ষোভ ছিল, যেখানে বাড়ি সেখান থেকে অনেক দূরের স্কুলে নিয়োগ হয়েছে । এই সংক্রান্ত সমস্যাগুলি নিয়ে রাজ্য কী ভাবছে, সেই বিষয়েও আজ কথা বলেন মুখ্যমন্ত্রী । প্রাথমিকে স্কুল শিক্ষকদের যে জেলায় বাড়ি সেই জেলাতেই বদলি করানোর চেষ্টা করছে বলে আশ্বাস দেন তিনি ।

এখনও পর্যন্ত বাড়ির কাছে বদলির জন্য ১০ হাজার ১৬৩ টি আবেদন জমা পড়েছে । এর মধ্যে ৬ হাজার ৪৬৬ জন আবেদনকারীর যে জেলায় বাড়ি, সেই জেলাতে বদলি করা হয়ে গেছে বলে সাংবাদিক বৈঠকে জানান মুখ্যমন্ত্রী । তাঁর কথায়, “এখনও পর্যন্ত ৬৪ শতাংশ আবেদনকারীর বাড়ির জেলায় বদলি হয়ে গেছে ।” বাকিদেরও সময়ের সঙ্গে সঙ্গে বাড়ির জেলায় বদলি করিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি ।

এছাড়াও মুখ্যমন্ত্রী জানান, মাধ্যমিক স্তরে ৩ হাজার ৮৫২ জন শিক্ষকের বাড়ির জেলায় বদলি করা হয়েছে । মিউচুয়াল ট্রান্সফারের আবেদন গৃহীত হয়েছে ৪ হাজার ৫৯৪ টি । পাশাপাশি, প্রায় ৩৫ হাজার পুলিশকর্মীকে বাড়ির কাছে বদলি করা হয়েছে ।

আজকের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী আগাগোড়াই ব্যস্ত ছিলেন রাজ্যের উন্নয়নের খতিয়ান দিতে । কার্যত, মুখ্যমন্ত্রীর নিশানায় আজ ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । কিছুদিন আগেই বাংলা-সফরে এসে অমিত শাহ অভিযোগ করেছিলেন, বাংলায় কোনও উন্নয়ন হচ্ছে না । বিভিন্ন দিক থেকে বাংলা পিছিয়ে রয়েছে । আজ সাংবাদিক বৈঠকে অমিত শাহ-র সেই দাবিকে উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী । বললেন, একাধিক ক্ষেত্রে বাংলা দেশের মধ্যে এক নম্বরে রয়েছে । দারিদ্র দূরীকরণ থেকে শুরু করে একশো দিনের কাজ, গ্রামীণ সড়ক নির্মাণ, এমএসএমই, স্কিল ডেভেলপমেন্ট, সংখ্যালঘু স্কলারশিপ, ই-গভর্নেন্স… বিভিন্ন ক্ষেত্রে বাংলা দেশের মধ্যে এক নম্বরে রয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী । দেশের তুলনায় বাংলার জিডিপি-ও বেশি বলে আজ সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*