নবান্নে ১৯ জানুয়ারি ব্রিগেড সমাবেশ নিয়ে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন একদিকে যেমন উঠে এলো ১৯ তারিখের ব্রিগেড সমাবেশ প্রসঙ্গ, তেমনই এদিন রথযাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগতও জানালেন মমতা। আজ ১৯-এর সভার সেফটি, সিকিউরিটি ও প্রোটোকল নিয়েই নবান্নে বৈঠক হয়েছে বলে জানান দলনেত্রী।
এছাড়াও মমতা জানান, সভায় আসছেন এইচ.ডি.দেবগৌড়া, অরবিন্দ কেজরিওয়াল, এইচ.ডি.কুমারস্বামী, চন্দ্রবাবু নাইডু, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, অজিত সিং চৌধুরী, জয়ন্ত সিং চৌধুরী, বদরুদ্দিন আজমল, শরদ পাওয়ার, ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা, স্ট্যালিন, শত্রুঘ্ন সিনহা, যশবন্ত সিনহা, অরুণ শৌরি, জিগনেশ মেওয়ানি, হার্দিক প্যাটেল এবং কংগ্রেসের মল্লিকার্জুন খারগের মতো বহু বিশিষ্ট নেতারা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন মুখ্যমন্ত্রী? শুনুন!
দেখুন ছবি-
Be the first to comment