খাস জমিতে বসবাসকারী উদ্বাস্তুরা এবার জমির মালিকানা পাবেনঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

সরকারি খাস জমিতে বসবাসকারী উদ্বাস্তুরা এবার জমির মালিকানা পেতে চলেছেন। গোটা রাজ্যেই কার্যকরী হবে এই নিয়ম। বুধবার হবিবপুরের প্রশাসনিক বৈঠক থেকে একথাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ২ দিনের নদীয়া জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। আর এদিন নদীয়ার হবিবপুরের ছাতিম তলায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই প্রশাসনিক বৈঠক থেকেই এই ঘোষণা করেন মমতা। আর এমন সিদ্ধান্তে লোকসভা ভোটের আগে রাজ্যের প্রায় ২ কোটি মানুষ উপকৃত হবেন বলে মতপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, যাদের জব কার্ড একমাত্র তাঁরাই যেন ১০০ দিনের কাজ পায়, সেদিকে নজর রাখতে হবে। ফড়েরা যেন ১০০ দিনের কাজে না ঢুকতে পারে সেদিকেও নজর দিতে হবে। পাশাপাশি এদিন বিধায়ক ও পুরসভার চেয়ারম্যানের মধ্যে গন্ডগোল মিটিয়ে নেওয়ারও নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও, এদিনের বৈঠক থেকে স্বাস্থ্য দফতরের একটি নতুন অ্যাপ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই অ্যাপ-এর মাধ্যমে কোন ব্লাড ব্যাঙ্কে কত রক্ত আছে, তা জানা যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*