৫৪৩ টা আসনে সবগুলোতেই হারবে বিজেপি, দিল্লির চেয়ার থেকে মানেমানে কেটে পড়ো বিজেপিঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

আজ নাগরাকাটা সভামঞ্চে শুরু থেকে নরেন্দ্র মোদীকে নিশানা করে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কেউ আমাকে চমকালে আমি বর্ষাবই। আমরা চা বাগানের শ্রমিকদের কথা ভেবেছি, সাধারণ মানুষকে বিদ্যুৎ, ২ টাকা কেজি চাল, আটা, মিড-ডে মিল, বিনামূল্যে চিকিৎসা দিয়েছে তৃণমূল সরকার। আদিবাসী জাতি মানুষদের উদ্দেশ্য করে তিনি বলেন, কারও কথা শুনে ভুল পথে যাবেন না, তৃণমূল কংগ্রেস আপনাদের দেখবে, আমরা সবসময় আপনাদের জন্য আছি।

তিনি আরোও বলেন, আমাদের সরকার সংরক্ষিত ভোটারদের জন্য ভেবেছে। কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী দিয়েছি আমরা। আগে কোনও হাসপাতালই ছিল না। এখন প্রতিটা জায়গায় মাল্টিস্পেশালিটি হাসপাতাল হয়েছে। বাচ্চাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এখন হাসপাতালে বেড ভাড়াও লাগে না। স্বাস্থ্যসাথীতে ৫ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে। ১০০ দিনের বদলের ২০০ দিনের কাজের প্রস্তাব রাখা হয়েছে। দিল্লির চেয়ার থেকে মানে মানে কেটে পড়ো বিজেপি। পাঁচ বছরে কিচ্ছু করেনি মোদী। নোটবন্দিতে ২ কোটি মানুষ বেকার হয়েছে, কৃষকরা মরেছে, আর তাই আমাদের দেশের চৌকিদারই চোর।

তিনি আরোও বলেন, চা বাগানদের শ্রমিকদের জন্য এখানে বারবার আসি। NRC করে সবাইকে বের করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে মোদী। বিজেপি কে ভোট দিলেই নাগরিকত্ব খেয়ে নেবে ওরা, বাংলা দিল্লির লাড্ডু নয়।  আমার সঙ্গে যে টক্কর নেবে সে টুকরো টুকরো হয়ে যাবে। ৫৪৩ আসনে সবগুলোয় হারবে বিজেপি। ওরা হিন্দুস্তানের পরম্পরা নষ্ট করা হচ্ছে। ৫ বছরে সন্ত্রাসবাদ বৃদ্ধি পেয়েছে। জওয়ানদের নিয়ে রাজনীতি করা হচ্ছে।

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/283516922579211/?t=0

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*