বৃহস্পতিবার নজরুল মঞ্চে বেলতলা গার্লস হাই স্কুলের শতবর্ষ উদযাপন উৎসব উপলক্ষে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, শিক্ষার প্রসার ঘটছে বাংলায়৷ একের পর এক বিশ্ববিদ্যালয় গড়া হচ্ছে রাজ্যে ৷ আজকের বাংলা ভবিষ্যতে দেশ চালাবে। তিনি বলেন, বাংলার প্রতিভা বিশ্বসেরা ৷ ছাত্রছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যত্৷
পাশাপাশি মমতা আরও জানান, শিক্ষার প্রসার ঘটছে বাংলায় ৷ একের পর এক বিশ্ববিদ্যালয় গড়া হচ্ছে ৷ কৃষ্ণনগরে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় ৷ ৮ বছরে রাজ্যে ২৮টি বিশ্ববিদ্যালয় গড়া হয়েছে ৷ আরও ১০টি বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে ৷ একই সঙ্গে বেলতলা গার্লস আধুনিকীকরণের কথাও ঘোষণা করেন মমতা ৷ বলেন, বেলতলা গার্লস আধুনিকীকরণে ১ কোটি ২৫ লক্ষ টাকা বরাদ্দ ৷ বেলতলা গার্লস জমি চাইলে দেব ৷ রাজারহাটে স্কুলকে জমি দিতে পারি ৷ বেলতলা স্কুলে আলাদা ইংরেজি বিভাগ হবে বলেও এদিন জানান মমতা। তিনি বলেন, নতুন প্রজন্মই ভবিষ্যতের কারিগর ৷ আজকের বাংলা ভবিষ্যতে দেশ চালাবে ৷
এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে কী বললেন মমতা?
দেখুন ভিডিও-
Be the first to comment