নতুন প্রজন্মই ভবিষ্যতের কারিগর, আজকের বাংলা ভবিষ্যতে দেশ চালাবেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

বৃহস্পতিবার নজরুল মঞ্চে বেলতলা গার্লস হাই স্কুলের শতবর্ষ উদযাপন উৎসব উপলক্ষে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, শিক্ষার প্রসার ঘটছে বাংলায়৷ একের পর এক বিশ্ববিদ্যালয় গড়া হচ্ছে রাজ্যে ৷ আজকের বাংলা ভবিষ্যতে দেশ চালাবে। তিনি বলেন, বাংলার প্রতিভা বিশ্বসেরা ৷ ছাত্রছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যত্‍‌৷

পাশাপাশি মমতা আরও জানান, শিক্ষার প্রসার ঘটছে বাংলায় ৷ একের পর এক বিশ্ববিদ্যালয় গড়া হচ্ছে ৷ কৃষ্ণনগরে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় ৷ ৮ বছরে রাজ্যে ২৮টি বিশ্ববিদ্যালয় গড়া হয়েছে ৷ আরও ১০টি বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে ৷ একই সঙ্গে বেলতলা গার্লস আধুনিকীকরণের কথাও ঘোষণা করেন মমতা ৷ বলেন, বেলতলা গার্লস আধুনিকীকরণে ১ কোটি ২৫ লক্ষ টাকা বরাদ্দ ৷ বেলতলা গার্লস জমি চাইলে দেব ৷ রাজারহাটে স্কুলকে জমি দিতে পারি ৷ বেলতলা স্কুলে আলাদা ইংরেজি বিভাগ হবে বলেও এদিন জানান মমতা। তিনি বলেন, নতুন প্রজন্মই ভবিষ্যতের কারিগর ৷ আজকের বাংলা ভবিষ্যতে দেশ চালাবে ৷

এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে কী বললেন মমতা?

দেখুন ভিডিও-

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/361170184589790/?t=39

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*