নন্দীগ্রামে মমতাকে ঘিরে তুমুল উত্তেজনা; আদালতে যাওয়ার হুঁশিয়ারি তৃণমূলনেত্রীর, ফোন করলেন রাজ্যপালকেও

Spread the love

নন্দীগ্রামে ভোট ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল। মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ফের ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ‘মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে থেকে কেন লোক নিয়ে এসেছেন?’, এমন অভিযোগই করলেন ওই এলাকার এক বাসিন্দা। এদিন মমতাকে ঘিরে স্লোগান দেন বিজেপির কর্মী-সমর্থকরা। এই ঘটনাকে কেন্দ্র করে অমিত শাহকে নিশানা করেছেন মমতা।

এদিন সংবাদমাধ্যমে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। ৬৩টি অভিযোগ পড়েছে। কোনও ব্যবস্থা নেয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই এমনটা করা হচ্ছে। আমরা আদালতে যাব। আইনি ব্যবস্থাও নেব।’ পাশাপাশি নন্দীগ্রামের ঘটনার পর সুষ্ঠু ভোটের দাবি জানিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়কে ফোন করেন মমতা। ফোন করার কিছুক্ষনের মধ্যেই টুইট করে সেকথা জানিয়েছেন রাজ্যপাল।

এদিন সংবাদমাধ্যমে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। ৬৩টি অভিযোগ পড়েছে। কোনও ব্যবস্থা নেয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই এমনটা করা হচ্ছে। আমরা আদালতে যাব। আইনি ব্যবস্থাও নেব।’ পাশাপাশি নন্দীগ্রামের ঘটনার পর সুষ্ঠু ভোটের দাবি জানিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়কে ফোন করেন মমতা। ফোন করার কিছুক্ষনের মধ্যেই টুইট করে সেকথা জানিয়েছেন রাজ্যপাল।

রাজ্যপাল টুইটে লেখেন, “কিছুক্ষণ আগেই ফোনে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্যার কথা তুলেছিলেন তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের তরফেও আইনশৃঙ্খলা রক্ষার আশ্বাস দেওয়া হয়েছে। আমার বিশ্বাস প্রত্যেকে সঠিক চেতনা এবং আন্তরিকতার সঙ্গে কাজ করবেন যাতে গণতন্ত্র সমৃদ্ধ হয়।” তবে বর্তমানে ওই বুথে পৌঁছে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছেন কমিশনের কর্তারা। এসেছেন পুলিশ অবসার্ভারও।

https://twitter.com/jdhankhar1/status/1377551766967885828?s=08

এদিন নন্দীগ্রামের বয়ালে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, নন্দীগ্রামের বয়ালের ভক্ত প্রাথমিক বিদ্যালয়ের ৭নং বুথ থেকে বেরোনোর সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেওয়া হয়। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে রীতিমতো সংঘর্ষের পরিস্থিতি তৈর হয়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে RAF, পুলিশ। বর্তমানে ব্যারিকেড দিয়ে গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। দু’পক্ষের মধ্যে তুমুল বচসা চলছে।

তৃণমূলের তরফে অভিযোগ, তাঁরা ভোট দিতে পারেননি ওই বুথে। বিজেপি ভয়ের পরিবেশ তৈরি করছে বলে অভিযোগ করেছেন তাঁরা। দু’পক্ষই কার্যত মারমুখী হয়ে আছে। বুথের ভিতরেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা যাচ্ছে, ওই বুথে সকাল থেকেই উত্তেজনা ছিল। এদিন দুপুরে রেয়াপাড়ার বাড়ি থেকে বেরোন তৃণমূলনেত্রী। তারপরই বয়ালের এই বুথে যান তিনি। তবে কেন দীর্ঘক্ষণ বুথের মধ্যে থাকবেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী, তা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী-সমর্থকরা।

এই প্রসঙ্গে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী কটাক্ষের সুরে বলেন, ‘ভোট শুরু হয়েছে সকালে, আর তিনি বেরিয়েছেন দুপুরের পর। জয় শ্রীরামকে ভয় পেয়েছেন।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*