ফুরফুরা শরিফে ইফতারের অনুষ্ঠানের একই মঞ্চে মমতা-নওশাদ

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:– ইফতারের অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরিফে যাচ্ছেন। সোমবার ফুরফুরা শরিফে যাওয়ার কথা আগেই ঘোষণা হয়েছে। এই সফরে যাওয়ার আগে উন্নয়ন নিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্প্রতি একটি বৈঠক হয়। তারপর মুখ্যমন্ত্রী যাচ্ছেন ফুরফুরা শরিফ সফরে। রমজান মাস উপলক্ষ্যে ফুরফুরা শরিফে সরকারি উদ্যোগে ইফতার সমাবেশের আয়োজন করা হচ্ছে। এই অনুষ্ঠানে এবার আমন্ত্রণ পেলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। যা রাজ্য–রাজনীতির ময়দানে তাৎপর্যপূর্ণ।

প্রসঙ্গত, যেখানে ভাঙড়ে দু’‌বেলা ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লা বারবার অভিযোগ করে আসছেন নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে সেখানে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে থাকবেন!‌ অবাক করার মতো ঘটনা। সরকারি উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন নওশাদ। সে কথা তিনি নিজেই সংবাদমাধ্যমে জানিয়েছেন। চলতি সপ্তাহে নবান্নে গিয়েছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। তারপরই রাতারাতি অবস্থান পাল্টে গেল রাজনীতির। শাসকদলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা এখন চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এই সফরে গিয়ে পিরজাদা ত্বহা সিদ্দিকির সঙ্গেও মুখ্যমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা আছে।
উল্লেখ্য, নবান্ন থেকে বেরিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেছিলেন, তাঁর বিধায়ক তহবিলের টাকা উন্নয়নের কাজে খরচ করতে পারছেন না। মুখ্যমন্ত্রীকে সে কথাই জানাতে গিয়েছিলেন। তবে সোমবার ফুরফুরা শরিফে মুখ্যমন্ত্রীর ইফতারে আইএসএফ বিধায়কের ডাক পাওয়া সাধারণ চোখে দেখছেন না রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাহলে কি নওশাদ মুখ্যমন্ত্রীর হাত ধরে তৃণমূলে যোগ দেবেন?‌

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*