কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের একাধিক প্রকল্পে ধার্য মূল্য দেওয়া বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরে কেন্দ্রীয় সাহায্য বন্ধ রয়েছে ১০০ দিনের কর্মকাণ্ডে, যার ফলে ১০০ দিন প্রকল্পের কাজ বন্ধ হয়ে গিয়েছে এ রাজ্যে। অবশ্য জবকার্ডধারীদের জন্য রাজ্য সরকারি বিকল্প কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তর গুলিতে ১০০ দিনের কাজে তালিকাভুক্তদের কর্মী হিসেবে নিয়োগ করার।
এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চক্রান্তের আশঙ্কা করে কড়া জবাব দিলেন। নেতাজি ইন্ডোর এর সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে বিরোধীদের উপর আক্রমণের প্রত্যুত্তরে তিনি বিজেপির উদ্দেশ্যে বলেন, ” বাংলার খেয়ে দিল্লিকে বলছে বাংলায় টাকা দিও না!” তিনি আবারও দাবি করেন যে, কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও রাজ্য নিজের খরচ জোগাড় করতে পারবে।
তবে শুধুমাত্র ১০০ দিনের কাজের প্রকল্পই নয়, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্ন রকমের প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করেছে বিজেপি সরকার, এমনই অভিযোগ রাজ্যের। বঙ্গ বিজেপি নেতারাই দিল্লি গিয়ে রাজ্যকে এ রাজ্যে টাকা দিতে বারণ করছে, মুখ্যমন্ত্রীর অভিযোগে এবার তোলপাড় বাংলার বিরোধী দল।
Be the first to comment