মমতার মন্ত্রিসভায় কে কোন দফতরের দায়িত্বে? জেনে নিন!

Spread the love

মন্ত্রিসভার শপথের পর নবান্নে প্রথম বৈঠক। সোমবার নবান্ন সভাঘরেই দফতর বণ্টন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখযোগ্য ভাবে, শিক্ষা দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে ব্রাত্য বসুকে। অন্যদিকে যে পার্থ চট্টোপাধ্যায় এতদিন শিক্ষা সামলেছেন তাঁর হাতে দেওয়া হল শিল্প, বাণিজ্যের দায়িত্ব। একইভাবে জ্যোতিপ্রিয় মল্লিকেরও দফতর বদল হল। উত্তর ২৪ পরগনারই অপর বিধায়ক রথীন ঘোষকে দেওয়া হল খাদ্য দফতর। জ্যোতিপ্রিয় হলেন বনমন্ত্রী।

পূর্ণমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়- মুখ্যমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, স্বাস্থ্য পরিবার কল্যাণ, সংস্কৃতি দফতর, উত্তরবঙ্গ উন্নয়ন দফতর
সুব্রত মুখোপাধ্যায়- পঞ্চায়েত, গ্রামোন্নয়ন
পার্থ চট্টোপাধ্যায়- শিল্প, বাণিজ্য, তথ্যপ্রযুক্তি
অমিত মিত্র- অর্থ
সাধন পাণ্ডে- ক্রেতা সুরক্ষা
ফিরহাদ হাকিম- আবাসন ও পরিবহণ
জ্যোতিপ্রিয় মল্লিক- বন ও অপ্রচলিত শক্তি
বঙ্কিমচন্দ্র হাজরা- সুন্দরবন উন্নয়ন
মানস ভুঁইয়া- জলসম্পদ
সৌমেন মহাপাত্র- সেচ ও জলপথ
মলয় ঘটক- আইন
অরূপ বিশ্বাস- বিদ্যুৎ, যুবকল্যাণ, ক্রীড়া
শোভনদেব চট্টোপাধ্যায়- কৃষি
অরূপ রায়- সমবায়
রথীন ঘোষ- খাদ্য ও গণবণ্টন
ব্রাত্য বসু- স্কুলশিক্ষা, উচ্চশিক্ষা
পুলক রায়- জনস্বাস্থ্য কারিগরি
শশী পাঁজা- নারী ও শিশুকল্যাণ
স্বপন দেবনাথ- প্রাণিসম্পদ বিকাশ
সিদ্দিকুল্লা চৌধুরী- জনশিক্ষা ও গ্রন্থাগার
বিপ্লব মিত্র- কৃষি বিপণন
উজ্জ্বল বিশ্বাস- কারা দফতর
মহম্মদ গুলাম রব্বানি- সংখ্যালঘু দফতর ও মাদ্রাসা শিক্ষা
চন্দ্রনাথ সিনহা- ক্ষুদ্র, অতিক্ষুদ্র, মাঝারি শিল্প ও বস্ত্র
জাভেদ খান- বিপর্যয় মোকাবিলা

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত পূর্ণমন্ত্রী

বেচারাম মান্না- শ্রম
সুব্রত সাহা- খাদ্য প্রক্রিয়াকরণ
হুমায়ুন কবীর- কারিগরী শিক্ষা
অখিল গিরি- মৎস্য
চন্দ্রিমা ভট্টাচার্য- পুর নগরোন্নয়ন দফতর
রত্না দে নাগ- পরিবেশ
বুলু চিক বারিক- অনগ্রসর শ্রেণী কল্যাণ
সুজিত বসু- দমকল
ইন্দ্রনীল সেন- পর্যটন

প্রতিমন্ত্রী

দিলীপ মণ্ডল- পরিবহণ
আখরুজ্জামান- শক্তি
শিউলি সাহা- পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন
শ্রীকান্ত মাহাতো- অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প
ইয়াসমিন সাবিনা- সেচ ও জলপথ, উত্তরবঙ্গ উন্নয়ন
বীরবাহা হাঁসদা- বন
জোৎস্না মাণ্ডি- খাদ্য
পরেশ চন্দ্র অধিকারী- স্কুল শিক্ষা
মনোজ তিওয়ারি- যুব ও ক্রীড়া

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*