মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিন অর্থাৎ বৃহস্পতিবারও পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে পরীক্ষা হলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্ন যাওয়ার পথে হাজরার নিউ হরাইজন স্কুলে তিনি। কথা বলেন পড়ুয়াদের সঙ্গে ৷ ভূগোল পরীক্ষার প্রস্তুতি কেমন হয়েছে? সেই খোঁজও নেন। মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে উচ্ছ্বসিত পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা।
তখনও স্কুলের গেট খোলেনি। হাজরার নিউ হরাইজন হাইস্কুলের বাইরে অপেক্ষা করছিল মাধ্যমিক পরীক্ষার্থীরা। সঙ্গে ছিলেন অভিভাবকরাও। আচমকাই স্কুলে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে দেখার জন্য রীতিমতো হু়ড়োহুড়ি পড়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নেন পরীক্ষার্থীরা। তাদেরকেও শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী ৷ জানতে চান,’পরীক্ষা কেমন হচ্ছে? অঙ্ক পরীক্ষা কবে?’
দেখুন ভিডিও!
বুধবারও নবান্ন যাওয়ার পথে ভবানীপুর গার্লসে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সামান্য কিছুক্ষণ সেখানে থাকলেও তার মধ্যেই পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেছিলেন তিনি। অভিভাবকদের থেকে জেনে নিয়েছিলেন কোনও সমস্যা হচ্ছে কি না। পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি যে কোনও সমস্যায় পাশে থাকার আশ্বাস দিয়ে স্কুল ছেড়েছিলেন মুখ্যমন্ত্রী।
Be the first to comment