সবচেয়ে বড়ো সিন্ডিকেটের নেতা মোদীঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

মাসানুর রহমান,

আজ রাজারহাটে  নির্বাচনী সভা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সভায় তিনি বলেন, সবথেকে বড় সিন্ডিকেটের নেতা মোদী। উনি আরএসএস সিন্ডিকেট, গোরক্ষক সিন্ডিকেট, লিঞ্চিং সিন্ডিকেট, দাঙ্গার সিন্ডিকেট, নরহত্যার সিন্ডিকেট, কৃষক হত্যার সিন্ডিকেট, বেকার তৈরী করার সিণ্ডিকেট এর নেতা।

তিনি আরোও বলেন, আগের সরকার গায়ের জোরে জমি কেড়ে নিত। ক্ষতিপূরণ পর্যন্ত তাদের দেওয়া হত না। আমি সবসময় সাধারণ মানুষের সমস্যার কথা শুনি ও সমাধান করার চেষ্টা করি। তিনি বলেন, রাজারহাট নিউটাউনে শুধুমাত্র পরিকাঠামো উন্নয়নে ২ হাজার কোটি টাকা সরকার ব্যয় করেছে। একদিন এই নগর সারা বিশ্বকে টেক্কা দেবে। এখানে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, কারিগরি ভবন তৈরী হয়েছে। প্রেসিডেন্সী কলেজের নতুন ক্যাম্পাস হয়েছে। এখানে আইটি হাব তৈরী হয়েছে। এই অঞ্চলের সিলিকন ভ্যালীতে যে আইটি হাব তৈরী হবে, সেখানে বহু ছেলেমেয়ে চাকরি পাবে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মোদী বাবু গালাগালি দেওয়ার আগে হোমওয়ার্কটা করে আসুন। স্কুলে হোমওয়ার্ক না করে গেলে বাচ্চাদের যেমন শিক্ষক শিক্ষিকারা বকেন, আপনি যে হোমওয়ার্ক না করে এসে এখানে মিথ্যে কথা বলছে, জনগণ যদি আপনাকে বকে, আপনি কি করবেন? 

সবশেষে তিনি বলেন, মোদী ক্ষমতায় ফিরলে, দেশে গণতন্ত্র থাকবে না, স্বাধীনতা থাকবে না, কোনও মানুষ ভালো থাকবে না, আর নির্বাচন হবেনা। বিজেপি হঠাও দেখ বাঁচাও। মোদী হঠাও দেশ বাঁচাও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*