বৃহস্পতিবারই নিমতায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের ফল বেরোতেই কী নির্মল কুণ্ডুকে খুনের পরিকল্পনা হয়? রাজনৈতিক শত্রুতাতেই যে এই খুন, তা ইতিমধ্যেই স্পষ্ট। নিমতার ৬ নম্বর ওয়ার্ডে দায়িত্বে ছিলেন নির্মল কুণ্ডু। লোকসভা ভোটের কিছুদিন আগেই বিজেপির হয়ে ওয়ার্ডে প্রভাব বাড়াতে তৎপর হন সুমন কুণ্ডু। সুমনের ঘনিষ্ঠ হয়ে ওঠে বিল্টু ও লাল্টু। স্থানীয় দুই দুস্কৃতীর সঙ্গে বেশ কয়েকবার ঝামেলা হয় তৃণমূল ওয়ার্ড সভাপতির। তবে লোকসভা ভোটের ফলে ধাক্কা খায় সুমন।
এরপরই কী নির্মল কুণ্ডুকে সরানোর পরিকল্পনা হয়? তৃণমূল নেতার পরিবারও বিজেপির দিকেই আঙুল তুলছেন ৷ তৃণমূল নেতৃত্বেরও একই অভিযোগ। তবে বিজেপির পাল্টা অভিযোগ, শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বেই এই খুন। এই রাজনৈতিক চাপানউতোরের মাঝেই বৃহস্পতিবার নিমতায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতাকে খুনে প্রতিবাদ সভায় থাকবেন মুখ্যমন্ত্রী। তৃণমূল নেতার বাড়িতেও যেতে পারেন তিনি।
Be the first to comment