সব ঠিকঠাক থাকলে ফের মুখ্যমন্ত্রী আসছেন পাহাড় সফরে। GTA সূত্রে খবর, ৩ সেপ্টেম্বর দার্জিলিং আসবেন তিনি। আজ সাংবাদিক বৈঠকে GTA-র প্রশাসক বোর্ডের চেয়ারম্যান বিনয় তামাং জানান ৪ সেপ্টেম্বর GTA-র উচ্চপর্যায়ের একটি বৈঠক হবে। সেই বৈঠকে মুখ্যমন্ত্রীর থাকবেন বলে জানিয়েছেন। এ নিয়ে সম্প্রতি কলকাতায় গিয়ে একপ্রস্থ আলোচনাও সেরে এসেছেন বিনয়। এই সফরেই পাহাড়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস হতে পারে বলে খবর মিলেছে।
২৫ সেপ্টেম্বর GTA-র চেয়ারম্যান হিসেবে বিনয় তামাংয়ের একবছর পূর্ণ হতে চলেছে। এই এক বছরে রাজ্য সরকারের সহযোগিতায় পাহাড়ে কতটা উন্নয়ন হল তার হিসেব এবং আগামীতে উন্নয়নের জন্য কী কী পরিকল্পনা নেওয়া যেতে পারে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে GTA-র বৈঠকে।
সামনেই লোকসভা নির্বাচন। তাই GTA চাইছে মুখ্যমন্ত্রীর এবারের সফরেই মুখ্যমন্ত্রীর হাত দিয়ে মংপুর যোগীঘাটে গ্রিনফিল্ড বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস হোক। পাশাপাশি দার্জিলিঙ ম্যালের সৌন্দর্যায়নের জন্যও প্রকল্পের উদবোধন মুখ্যমন্ত্রীকে দিয়েই করাতে চাইছেন GTA কর্তারা। ফলে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে এবার বিশেষ আগ্রহ দেখা দিয়েছে পাহাড়ে। যদিও প্রশাসনের তরফে এই সফর নিয়ে এখনও কিছু জানানো হয়নি।
প্রাথমিক ভাবে বিনয় তামাংরা রোহিনীতে একটি স্নো-পার্ক তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু এবার তিনি চাইছেন, জামুনিতে যে নতুন পর্যটনকেন্দ্র গড়ে তোলা হচ্ছে সেখানেও একটি স্নো-পার্ক তৈরি করা হোক। শুধু তাই নয়, জামুনিতে পর্যটকদের বিনোদনের জন্য প্রয়োজনীয় প্রকল্পের বিশেষ রূপরেখাও তৈরি হচ্ছে। এই সমস্ত কাজ মুখ্যমন্ত্রীর মাধ্যমেই শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রংবুলের হেলিপ্যাড লাগোয়া এলাকায় প্রথমসারির হোটেল নির্মাণের বিষয়টিও আলোচনার পর্যায়ে রয়েছে। এনিয়ে কথা চলছে তাজ হোটেলস-এর সঙ্গে। কার্শিয়াঙের মকাইবাড়ি চা বাগানের পাশেও একটি অভিজাত হোটেল তৈরির পরিকল্পনা আছে GTA-র। অনেক সংস্থাই এনিয়ে আগ্রহ দেখিয়েছে।
বিনয় তামাং বলেন, “মুখ্যমন্ত্রী পাহাড়ে শিল্প সম্মেলন করার পর অনেক উদ্যোগপতি বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করছেন। আমরা আলোচনা করছি। আশা করছি পাহাড়ের পর্যটন ও শিল্পবিকাশে আরও বড় আকারে কাজ করা যাবে।”
Be the first to comment