অসমের বাংলা ভাষাভাষি ভাই-বোনেদের জন্য হৃদয় ভারাক্রান্তঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

শনিবারই অসমে চূড়ান্ত এনআরসি প্রকাশিত হয়েছে। তালিকা থেকে বাদ গেছে ১৯ লাখেরও বেশি মানুষের নাম। যা নিয়ে ক্ষুব্ধ প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দল। তবে, এদিন সকাল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ না খুললেও রাতের দিকে অবশ্য একটি টুইট করলেন তিনি। মমতা লেখেন, বিশেষ করে বাংলা ভাষাভাষি ভাই-বোনদের জন্য আমার হৃদয় ভারাক্রান্ত কারণ, তারা এই বিশৃঙ্খল পরিস্থিতির শিকার।

পাশাপাশি এদিন এনআরসি ইস্যুতে কেন্দ্রীয় সরকারকেও আক্রমণ করেন মমতা। তিনি লেখেন, যারা রাজনৈতিকভাবে প্রচার পেতে চেয়েছিল, এনআরসি-এর ব্যর্থতা তাদের মুখোশ খুলে দিয়েছে। দেশবাসীর কাছে এর জবাব দিতে হবে। মুখ্যমন্ত্রী আরও লেখেন, দেশের স্বার্থের চেয়ে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য কাজ করলে এমনই হয়। একইসঙ্গে তিনি জানিয়েছেন যাঁরা এই প্রক্রিয়ার জন্য ভুগছেন তাঁদের সঙ্গে রয়েছি আমি। অন্য উদ্দেশ্যে আইন তৈরি হলে এমনই ঘটে কিন্তু মানুষের কাছে তাঁদের উত্তর দিতে হবে।

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/posts/2661634760570515


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*