বাংলায় কোনওমতেই এনআরসি হবে না, গুজবে কান দেবেন নাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

রাজ্যে এনআরসি চালু হবে না বলে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বাংলায় এনআরসি করতে দেব না ৷ বাংলায় এনআরসি নিয়ে কোনও কথা হয়নি, হবেও না। বিহার ইতিমধ্যে বলে দিয়েছে যে তারা এনআরসি মানবে না আর আমরাও বলে দিয়েছি মানবো না। আপনাদের গায়ে হাতে দিতে গেলে মমতার গায়ে আগে হাত দিতে হবে ৷ আমি আপনাদের পাহারাদার ছিলাম, আছি এবং থাকবো। মমতা বলেন আমি এনআরসি নিয়ে কথা বলতেই দিল্লিতে গিয়েছিলাম। যা বলার সবকিছু আমি বলে এসেছি।

মমতা বলেন আমি শুনেছি এনআরসির কারনে জলপাইগুড়িতে একজন আত্মহত্যা করেছেন এবং বালুরঘাটে একজন মারা গিয়েছেন। তাঁদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে দেওয়ার কথাও এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তবে এদিন মুখ্যমন্ত্রী একটু সংযত হয়ে সবাইকে কথা বলতে অনুরোধ জানান। তিনি বলেন, মানুষ ভয় পায়, মানুষ আতঙ্কিত হয় আমরা যেন এমন শব্দ উচ্চারণ না করি বা না বলি। বিজেপির এমন কিছু স্থানীয় নেতা আছেন যারা বিভিন্ন অসংলগ্ন মন্তব্য বা অপপ্রচারমূলক মন্তব্য করেন। আর সেই মন্তব্যকে টিভি অনবরত দেখিয়ে যায়। কিন্তু সেই সম্প্রচার দেখে মানুষ কিন্তু ভয় পাচ্ছেন। মমতা বলেন, রাজনৈতিক প্রচার আলাদা আর মানুষকে ভয় পাওয়ানোর প্রচার আলাদা।

তবে মমতা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলার মানুষকে করজোড়ে আশ্বস্ত করে বলেন, আমাকে একটু বিশ্বাস করুন। আমার উপর একটু ভরসা রাখুন। কোনও এনআরসি হবে না। বাংলা থেকে কাউকে চলে যেতে হবে না, কাউকে বাদ দেওয়া হবে না। ভারতবর্ষের নাগরিক যারা, বাংলার নাগরিক যারা তাঁরা যেমন এতদিন ছিলেন তেমনই থাকবেন। মমতা আরও বলেন নতুন ভোটাররা ভোটার লিস্টে নাম আছে কি না একটু দেখে নেবেন। আর যদি নাম না থাকে তাহলে নামটা ভোটার লিস্টে তুলে দেবেন। মমতা বলেন সবকিছু এত সহজ নয়। এনআরসি কোনওমতেই হচ্ছে না।

এছাড়াও এদিন সিপিআই(এম) ও কংগ্রেসকে একহাত নিয়ে মমতা বলেন, সিপিআই(এম) ও কংগ্রেসও এনআরসি নিয়ে অপপ্রচার করে বেড়াচ্ছেন। পাশাপাশি এদিন ডিজিটাল রেশন কার্ড প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে এনআরসির কোনও সম্পর্ক নেই। অনেকের নামের বানান বা প্রিন্টিংয়ে ভুল হওয়ার কারনে তাদের আরও একবার সুযোগ দেওয়া হচ্ছে। তবে এদিন বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মনে করিয়ে দেন চিন্তা করার কোনও কারন নেই। এনআরসি হচ্ছে না। কোনও অপপ্রচারে, কোনও বিভ্রান্তিমূলক প্রচারে ভয় পাওয়ার কোনও কারন নেই।

এদিন কী বললেন মমতা?

শুনুন!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*