কোনও মানুষকে বাংলা থেকে কেউ তাড়িয়ে দিতে পারবে নাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

বাংলায় কোনও এনআরসি হবে না। কোনও মানুষকে বাংলা থেকে কেউ তাড়িয়ে দিতে পারবে না। মঙ্গলবার আবারও এই কথা স্পষ্ট করে বলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটে বীরসিংহ গ্রামের সভা থেকে রাজ্যের মানুষকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী। বিদ্যাসাগরের ২০০ তম জন্মদিবস উপলক্ষ্যে বছরব্যাপী অনুষ্ঠানের কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার। আর সেই অনুষ্ঠানের সূচনা উপলক্ষে এদিন বীরসিংহ গ্রামে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী।

এদিন এনআরসি ইস্যুতে কেন্দ্রীয় শাসকদলকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার মাটিকে ভয় দেখানো যায় না। জব্দ করা যায় না। ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা NPR নিয়েও আতঙ্কিত হতে এদিন রাজ্যবাসীকে মানা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, প্রতি ১০ বছরই জনগণনা হয়। এতে ভয় পাওয়ার কিছু নেই। এদিকে, এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে লোকসভা ভোটের আগে বিজেপি সভাপতি অমিত শাহের সভা ঘিরে উত্তপ্ত পরিস্থিতিতে বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনা। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো এদিন বলেন, আমরা বিদ্যাসাগরের মূর্তি নতুন করে স্থাপন করেছিলাম। অকালবোধনের মতো নতুন করে মূর্তি স্থাপন করতে হলো। বাংলার সংস্কৃতিকে ভুলিয়ে দেওয়ার জন্য একদল ধর্মান্ধ নয় লোক ওই মূর্তি ভাঙলেন। তারা হয়তো, বিদ্যাসাগরকে চেনে না, তবে মূর্তি ভেঙে দিলো। তবে ওরা জানে না বিদ্যাসাগরের মূর্তি ভাঙলে, তাঁকে শেষ করা যায় না।

মুখ্যমন্ত্রী এদিন আরও জানান, বিদ্যাসাগর কলেজকে হেরিটেজ কলেজ হিসেবে গড়ে তুলছে রাজ্য সরকার। এছাড়াও রাজ্যে বিদ্যাসাগর অ্যাকাডেমি গঠন করা হবে। বিদ্যাসাগরের উপর সেমিনার আয়োজন করতে জেলা প্রতি ১টি কলেজকে ২ লাখ টাকা করে দেওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী। রাজ্যের সব স্কুল-কলেজের প্রতি মুখ্যমন্ত্রীর আহ্বান, বিদ্যাসাগরের জন্মদিবস পালন করতে অনুরোধ করছি। বিদ্যাসাগরকে বাদ দিয়ে শিক্ষা হয় না।

এদিন কী বললেন মুখ্যমন্ত্রী?

শুনুন!

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/371159030506021/?t=0

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*