এনআরসি নিয়ে আবারও সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে মমতা ফের আশ্বাসের সুরে বললেন, এখানে (বাংলায়) এনআরসি করা হবে না। আমি বলছি মানে, রাজ্য সরকারের হয়ে বলছি। আসামে করেছে, কারণ ওখানে বিজেপি সরকার। এখানে আমাদের সরকার। এনআরসি করা হবে না।
এনআরসির আতঙ্ক গ্রাস করেছে উত্তরবঙ্গকে। ইতিমধ্যেই এনআরসির জেরে দেশছাড়া হওয়ার আতঙ্কে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস বাংলায় এনআরসি হতে দেব না। লোকসভা ভোটের পর এই প্রথম উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে আয়োজিত বিজয়ার অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। সেখানেই নিজেকে রাজ্যের ‘পাহারদার’ বলে মুখ্যমন্ত্রী বলেন, এখানে এনআরসি হতে দেব না। আমি আপনাদের পাহারাদার। একটা মানুষকেও বাংলা থেকে যেতে দেব না।
Be the first to comment