জুনিয়র ডাক্তারদের আন্দোলনে চিকিত্সা পরিষেবা শিকেয় উঠেছে রাজ্যে৷ এমন পরিস্থিতিতে এসএসকেএম-এ আন্দোলনকারী ডাক্তারদের অবিলম্বে কাজ শুরু করার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা নাগাদ এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী ৷ কথা বলেন রোগীর আত্মীয়স্বজনদের সঙ্গে ৷
এদিন মুখ্যমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা৷ বিক্ষোভের মাঝেই আন্দোলনকারীদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর হঁশিয়ারি, ৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ দিতে হবে ৷ পরিষেবা না শুরু করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে ৷ কাজ না-করলে হস্টেলে থাকা যাবে না ৷ সরকারি সাহায্যও মিলবে না ৷
তবে এদিন মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির মাঝেই স্লোগান দিতে থাকেন আন্দোলকারী চিকিত্সকরা। মুখ্যমন্ত্রী তাঁদের বলেন, পরিষেবা না-দিলে ডাক্তার হওয়া যায় না ৷ জুনিয়র ডাক্তারের উপর হামলার জেরে গোটা রাজ্যের বিভিন্ন হাসপাতালে পরিষেবা দেওয়া বন্ধ করে কর্মবিরতি আন্দোলন শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা ৷ চরম দুর্ভোগের মুখে পড়েছেন রোগী ও রোগীর আত্মীয়রা ৷
পাশাপাশি এদিন এনআরএস কাণ্ড নিয়ে নিজের ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী ৷ বলেন, ঘটনার পর অ্যাকশন নিয়েছি ৷ ব্যবস্থা নেওয়ার পরেও বিক্ষোভ ৷ ডাক্তারদের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে ৷ দু’পক্ষই মারামারি করেছে ৷ তদন্ত করে ব্যবস্থা নেব ৷ একটি ঘটনা ঘটেছে ৷ খবর পেয়ে পুলিশ ব্যবস্থা নিয়েছে ৷ পরিবহর চিকিৎসার ব্যবস্থা হয়েছে ৷ রোগীদের হয়রানি দেখে প্রচন্ড রেগে যান মুখ্যমন্ত্রী ৷ বলেন, মুমূর্ষু রোগীর চিকিৎসা হচ্ছে না ৷ ৪ দিন ধরে সহ্য করেছি ৷ হাসপাতাল কেউ অচল করতে পারে না ৷ চিকিৎসা হলো জরুরি পরিষেবা ৷ ডাক্তাররা ধর্মঘট করতে পারেন না ৷
জুনিয়র ডাক্তারদের ভূমিকার নিন্দা করে মুখ্যমন্ত্রী বলেন, হাসপাতাল রাজনীতির জায়গা নয় ৷ ৪ দিন ধরে রোগীরা পড়ে আছেন ৷ কয়েকজন নাটক করছেন ৷ তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷ মমতা আরও জানান, সিপিআইএম, বিজেপি মদত দিচ্ছে ৷ সিনিয়র চিকিৎসকদের কাজ করতে দিচ্ছে না ৷ বহিরাগতরা ঢুকে গন্ডগোল করছে ৷
Be the first to comment