বিজেপি রামের নাম করলে বোঝা যায় নির্বাচন এসেছে; পলতায় মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

মাসানুর রহমান,

আজ উত্তর ২৪ পরগনা জেলার পলতায় নির্বাচনী জনসভায় কেন্দ্রের বিজেপি সরকারের আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যখনই শুনবেন বিজেপি-র মুখে রাম-নাম, তখনই বুঝবেন যে নির্বাচন এসে গেছে। ওরা রাম মন্দির বানাতে তো পারেইনি এমনকী বারাণসীর গঙ্গার ঘাটের সংস্কার ওরা করে উঠতে পারেনি।

তিনি আরোও বলেন, গঙ্গাসাগরের কপিল মুনি আশ্রমের মহন্ত আমায় সেদিন বললেন যে রামচন্দ্র যেন এই নির্বাচনে বিজেপি-র এজেন্ট হয়েছেন। আগে ওরা এখানে এসে দেখুক গঙ্গাসাগর, তারাপীঠ, তারকেশ্বর, বক্রেশ্বর, কঙ্কালীতলা এইসব জায়গার কি কি উন্নয়ন হয়েছে, দক্ষিণেশ্বরের স্কাই-ওয়াকে চড়ুক তারপরে না হয় কিছু বলুক।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এরপরেও ওদের বলে বেড়াচ্ছে যে বাংলায় কোনও উন্নয়ন হয় নি। আগের রাজ্য সরকারের আমলে যখন সাধারণ মানুষ ভুগেছেন তখন এই বিজেপি-র কোনও দেখা পাওয়া যায় নি। তিনি বলেন, আমি অনেক গুন্ডা-গদ্দার দেখেছি। আমায় সহজে ভয় দেখানো যায় না। আমি সারাজীবন সংগ্রাম করে এসেছি, আমি ভয় পাই না। এখন আমার লক্ষ্য হল মোদীকে ক্ষমতাচ্যুত করা।

NRC নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি-র যদি এত হিন্দু-প্রেম তাহলে আসামে ২২ লাখ হিন্দুদের নাম কেন NRC লিস্ট থেকে বাদ দিল? আমাদের দেশের সাথে প্রতিবেশী দেশগুলোর বিভিন্ন চুক্তি অনুযায়ী যেমন ইন্দিরা-মুজিব চুক্তি বা নেহেরু-লিয়াকৎ চুক্তি অনুযায়ী ২৫শে মার্চ ১৯৭১ সাল পর্যন্ত যারা ভারতে এসেছেন তারা ভারতীয় নাগরিক। তাদের নাগরিকত্ব কেউ কেড়ে নিতে পারবে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*