“কোনও ঝগড়া ‘অ্যালাউ’ করব না”: কর্মীসভায় স্পষ্ট বার্তা মমতার

Spread the love

‘আমি কোনও ঝগড়া অ্যালাউ করব না।’ উত্তর ২৪ পরগনার দেগঙ্গার সভায় গিয়ে বৃহস্পতিবার এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্জুন-সোমনাথ তরজায় গত কয়েকদিন ধরেই শিরোনামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সেই আবহেই মমতার এই বার্তা তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের।

বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনায় জেলা তৃণমূল কংগ্রেসের কর্মিসভা ছিল। বক্তব্যের শুরুতেই মমতা বলেন, “লোকাল ঝগড়ার জন্য যদি কেউ বাড়িতে বসে থাকেন, তাহলে তাঁকে ডেকে আনুন। আমি কোনও ঝগড়া অ্যালাউ করব না।” তৃণমূল সুপ্রিমোর দাবি, দলের মধ্যে কোনও বড়-ছোট ফারাক থাকা উচিত নয়। দলীয় নেতাদের বার্তা দিয়ে তিনি বলেন, “কেউ যদি ভাবেন আমি বড় নেতা হয়ে গিয়েছি। দলকে না ভালবেসে নিজেকে ভালবাসব। সেটা করা যাবে না। তৃণমূল পরিবার মানুষের পরিবার, এটা মাথায় রাখতে হবে। আমি বড় তাই আর একজনকে পাত্তা দিলাম না, এটা করা যাবে না।” তিনি এদিন বুঝিয়ে দিয়েছেন, “মানুষের দুর্দিনে যাঁরা পাশে থাকবেন তাঁরাই আসল নেতা।”

কয়েকদিন আগে একটি খুনের মামলায় গ্রেফতার হন সাংসদ অর্জুন সিং-এর ভাইপো পাপ্পু। এরপরই সাংসদ-বিধায়ক তরজা শুরু। পাপ্পুর সঙ্গে সঙ্গে অর্জুনকেও কাঠগড়াত তুলতে থাকেন বিধায়ক। এবার খোদ দলের সুপ্রিমো বার্তা দিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*