ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন করে রাজ্য সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো গত সপ্তাহেই ঘোষণা করেছিলো নবান্ন। আর মঙ্গলবার নতুন পেনশন কাঠামোও ঘোষণা করা হল। আজ নবান্নের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর কারও বেসিক পেনশন যা ছিল, তা ২.৫৭ গুণ বেড়ে যাবে অর্থাৎ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর কারও বেসিক পেনশন ৩৩০২ টাকা থাকলে তা ২.৫৭ গুণ বেড়ে ৮৪৮৬.১৪ টাকা হবে। তা রাউন্ড অব করে ৮৫০০ টাকা পেনশন পাবেন তিনি।
নতুন পেনশন কাঠামো আগামী বছরের ১ জানুয়ারি থেকে চালু হবে। এ ব্যাপারে এদিন পেনশন-রোপা ঘোষণা করা হয়েছে। তা থেকে মোটামুটি স্পষ্ট যে এখন থেকে ন্যূনতম পেনশন হবে সাড়ে ৮ হাজার টাকা। পেনশনের উর্ধ্বসীমা ৩৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ ৫০০ টাকা করা হয়েছে।
এছাড়াও রোপায় বলা হয়েছে, পেনশন প্রাপকদের বয়স ৮০ থেকে ৮৫ বছরের মধ্যে হলে বর্ধিত বেসিক পেনশনের উপর আরও ২০ শতাংশ টাকা পাবেন তাঁরা। বয়স ৮৫ থেকে ৯০ বছরের মধ্যে হলে বর্ধিত বেসিক পেনশনের উপর আরও ৩০ শতাংশ পাবেন। আর বয়স একশ বছর পেরিয়ে গেলে বর্ধিত পেনশন কাঠামোর উপর অতিরিক্ত একশ শতাংশ পেনশন পাবেন তাঁরা।
পেনশন কী ভাবে বাড়বে তা এ দিন প্রকাশিত রোপায় উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে।
দেখুন সেই বিজ্ঞপ্তি-
Be the first to comment