অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য সুখবর, এবার একসঙ্গে মিলবে দু’মাসের পেনশন

Spread the love

অবসরপ্রাপ্ত কর্মীদের জন্যে সুখবর। রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মীদের জন্যে দু’মাসের পেনশন অগ্রিম দেওয়ার সিদ্ধান্ত মমতা সরকারের। অবসরপ্রাপ্ত কর্মীদের জন্যে বড় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে রাজ্যের প্রায় লক্ষাধিক অবসরপ্রাপ্ত কর্মী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।করোনা ভাইরাসের কারণে গোটা দেশ লক ডাইন। বন্ধ অফিস থেকে শুধু করে সমস্ত কিছু। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান খোলা থাকলেও অনেক ক্ষেত্রেই অমিল।

যদিও আতঙ্কে এবং আশঙ্কায় বাড়তি জিনিস পত্র মজুত করা রাখা হচ্ছে। মাসের শেষে হাত ফাঁকা। কিছুটা হলেও সমস্যার মধ্যে পড়তে পারেন অবসরপ্রাপ্ত কর্মীরা। যাঁরা মূলত পেনশনের টাকার উপর নির্ভরশীল তাঁরা সমস্যার মধ্যে পড়তে পারেন। আর তা ভেবেই অগ্রিম পেনশন দেওয়ার সিদ্ধান্ত। নবান্নের তরফে রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদের দু’মাসের অগ্রিম পেনশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, আগামী এপ্রিল এবং মে’র একসঙ্গে অগ্রিম টাকা দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য। এনিয়ে ইতিমধ্যেই নবান্নের তরফে সব দফতরে চিঠি পাঠানো হয়েছে।

ইতিমধ্যে ১,১৬৪ কোটি টাকা বরাদ্দও করেছে রাজ্য। খুব শীঘ্রই রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মীদের অ্যাকাউন্টে এই বাড়তি টাকা ঢুকে যাবে বলে প্রশাসন সূত্রে খবর। জানা গিয়েছে, ইতিমধ্যে নির্ধারিত সময়ের আগেই কিছু কর্মীর পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গিয়েছে। লক ডাউনে দেশ। বন্ধ ব্যাবসা থেকে শুরু করে সমস্ত অফিস। এই অবস্থায় তলানিতে দেশের অর্থনীতি। বিশেষ করে কাজ নেই যারা প্রত্যেকদিন আয় করেন।

যদিও তাঁদের ক্ষেত্রে মানবিক রাজ্য সরকার। ইতিমধ্যে সাধারণ মানুষের কথা ভেবে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা মাসিক ১,০০০ টাকা অনুদান পাবেন। অন্যদিকে বিনামূল্যে চাল-ডালেরও ব্যবস্থা করা হয়েছে। শুধু রাজ্য সরকারই নয়, কেন্দ্রীয় সরকারও একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। যেমন কর্মীদের অগ্রিম বেতন দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে মোদী সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*