আর মাত্র কয়েকটা ঘণ্টা। বৃহস্পতিবার সকাল থেকেই লোকসভা ভোটের গণনা শুরু হয়ে যাবে। তার আগে কবিতা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কবিতার নাম “জরুরি”। এই কবিতা হলো প্রতিবাদের কবিতা। সাংবিধানিক প্রতিষ্ঠান, সরকারি ব্যবস্থার অপব্যবহার করে যে ভোট হল গোটা দেশে, তা কি সত্যিই নির্বাচন! কাউকে নির্বাসনে পাঠিয়ে দেওয়ার জন্য অনৈতিক ভাবে খেলা চলল দেড় মাস ধরে! এই খেলার মাঠে কি নিরপেক্ষতা রইল? নাকি এটা ভিলেনের মাঠে গিয়ে খেলা? কবিতার মাধ্যমে এমনই বার্তা দিতে চেয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।
তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, এহেন অবস্থায় কাল গণনার সময় দলের নেতাদের সংযত থাকারই বার্তা দিয়েছেন তৃণমূলনেত্রী। কোনওরকম আড়ম্বর, আয়োজনেও নিষেধ করেছেন তিনি।
পড়ুন সেই কবিতা-
Be the first to comment