নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে গোটা দেশজুড়ে প্রতিবাদের আগুন জ্বলছে। প্রতিবাদের আগুন জ্বলছে বাংলাতেও। একদিকে যখন প্রতিবাদের আগুন জ্বলছে, তখন গণতান্ত্রিক আন্দোলনের ডাক দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরে লাগাতার একের পর এক প্রতিবাদ সভা করে চলেছেন। তাঁর সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আন্দোলনে যুক্ত হয়েছেন বাংলার বুদ্ধিজীবীদের একাংশও।
মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, বাংলায় এনআরসি হবে না। নাগরিকত্ব সংশোধনী আইনকেও মানবেন না তিনি। মমতা জোর গলায় বলেন, বাংলার মানুষদের কোনও চিন্তা নেই।
শুধু রাজপথে আন্দোলনেই থেমে থাকলেন না মমতা। এবার তিনি নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে হাতে তুলে নিলেন কলম। এর আগেও বিভিন্ন ঘটনার প্রতিবাদে কবিতা লিখেছেন মমতা। প্রতিবাদই হয়ে ওঠে তাঁর কবিতার ভাষা। মমতার কবিতাপ্রীতির কথা সকলেরই জানা। প্রতিবছর কলকাতা বইমেলায় প্রকাশিত হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক কবিতা ও ছড়ার বই।
এবার নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে গর্জে উঠল মমতার কলম। বুধবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তাঁর লেখা ‘নাগরিক’ নামের একটি কবিতা। ওই কবিতায় মমতা লেখন, “আমরা সবাই/ নাগরিক।।/ গণতন্ত্রে/ নাগরিক।।/ চলার পথে/ নাগরিক।।/ সংবিধানে/ নাগরিক।।/ পথে পথে/ নাগরিক।।/ চলছে যারা/ নাগরিক।।/ বলছে যারা/ নাগরিক।।/ লড়ছে যারা/ নাগরিক।।/ জিতবে কারা?/ নাগরিক।।”
Be the first to comment