পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়; পড়ুন!

Spread the love
সোমবার পোস্তায় বড়বাজার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন মার্চেন্ট অ্যাসোসিয়েশন খুব যত্ন করে এই পুজো করে। চন্দননগর, চুঁচুড়াতেও জগদ্ধাত্রী পুজো হয় কিন্তু পোস্তায় আসার কারন কসমোপলিটন। বিভিন্ন ভাষাভাষীর মানুষ একসঙ্গে মিলে জগদ্ধাত্রী পুজো করে। তাই এই পুজোয় আমাদের ভালোবাসা জন্মেছে। এদিন মুখ্যমন্ত্রী ছট পুজোরও শুভেচ্ছা জানান। তিনি বলেন মঙ্গলবার রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে।
এছাড়াও এদিন বিজেপির বিরুদ্ধে চাঁচাছোলা আক্রমণ শানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে মমতা বলেন, “আমরা আপনাদের পাশে ৩৬৫দিন থাকি। সিপিএম, কংগ্রেস, বিজেপি কেউ থাকে না। আর ভোট এলেই এসে বলে হিন্দিভাষীরা আমাদের ভোট দাও। কেন দেবে? আমরা এই এলাকায় ভোট পাই না। আমি সমীকরণটা বুঝি।”
মাস দুয়েক আগেই গুজরাটের মাটিতে আক্রান্ত হতে হয়েছিল বিহার, উত্তরপ্রদেশের মানুষদের। একটি শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগে উঠেছিল এক বিহারি শ্রমিকের বিরুদ্ধে। ওই শিশুটি ঠাকুর সেনাদের হওয়ায় সারা রাজ্যে রে রে করে নেমে পড়ে তারা। শুরু হয় বিহারি খেদাও। ভিন রাজ্যে কাজ করতে যাওয়া মানুষ কার্যত প্রাণ হাতে করে গুজরাট ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। তখনই মুখ্যমন্ত্রী বলেছিলেন, “এ গুলো ঠিক হচ্ছে না। আজ যদি বাংলায় গুজরাটের কেউ কোনও ঘটনা ঘটায় তাহলে কি বাংলা থেকে সব গুজরাটিকে চলে যেতে হবে?” এ দিনের অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রী ওই প্রসঙ্গ টেনে বলেন, “কখনও গুজরাট থেকে বিহারি তাড়াচ্ছে, কখনও অসম থেকে বাঙালিদের তাড়াচ্ছে। এই যে আমরা দীপাবলি পালন করি। এটা কি বিজেপি ক্ষমতায় আসার পর শুরু হয়েছে? নাকি বছরের পর বছর ধরে হয়ে আসছে? হিন্দু ধর্মের জন্ম কি বিজেপি দিয়েছে? বিজেপি-র বয়স তো এই কুড়ি-বাইশ বছর। আর হিন্দু ধর্ম লাখ লাখ বছরের পরম্পরা।”
পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বলেন, রথের নামে পাঁচতারা হোটেল। আবার কখনও রামের নামে ভোট চাইছে বিজেপি। নকল নেতা এসেছে দেশে। আপনারা বিজেপিকে মদত দিতেন, কিন্তু ডিমনিটাইজেশনের পর আপনারা কী ভাবছেন না? মুখে বলতে পারছেন না কিন্তু মনে মনে ভাবছেন। বাংলা দেখিয়ে দিয়েছে কীভাবে শান্তিপূর্ণ ভাবে কাজ করতে হয়। দাঙ্গা লড়ানোর জন্য মিথ্যে বলে বিজেপি। ওদের এত টাকা এসে গেছে ওটাতেই পাঁচতারা হোটেল হয়ে গিয়েছে। সবাই একসঙ্গে থাক। বিশ্বাসঘাতকতা করতে নেই। ভালোবাসা দিয়ে সবার সঙ্গে চলতে হয়।
ছত্তীসগড়ের ভোট নিয়েও এ দিন মুখ খোলেন মুখ্যমন্ত্রী। সোমবারই অনুষ্ঠিত হয়েছে ছত্তীসগড়ের প্রথম দফার ভোট। মাও সমস্যা নিয়ে ছত্তীসগড়ের বিজেপি সরকারকে পোস্তা থেকেই আক্রমণ করেন মমতা। বলেন, “১৫ বছর ধরে একটা রাজ্য চালাচ্ছে আর মাওবাদীদের মোকাবিলা করতে পারছে না। আজকেও বিস্ফোরণ হয়েছে। আমরা দু’বছরে দেখিয়ে দিয়েছিলাম।”
এছাড়াও মুখ্যমন্ত্রী সাধারন মানুষকে বলেন আসুন আমরা সবার দেশ এই ভূমিকে রক্ষা করি। পুজো করি। আপনারা ভয় পাবেন না। দুবছর হলো আপনাদের ব্যবসা বিগড়ে গিয়েছে। তবুও আপনারা ঠিক আছেন। তবে আপনাদের যা বিগড়েছে তা সবই আপনারা ফেরত পাবেন, কথা দিলেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*