বড়বাজারে ১০ একর জমির উপরে বহুতল মার্কেটিং কমপ্লেক্স গড়ার পরিকল্পনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বড়বাজার এলাকার পোস্তাতে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, বহুতল মার্কেটিং কমপ্লেক্স তৈরি করে সেখানে অনেক লোককে আমরা জায়গা দিতে পারি কি না সেটা নিয়ে ভাবনাচিন্তা চলছে। একইসঙ্গে সরকারি কর্মচারীদের জন্য আগামী দুর্গাপুজোর ছুটিও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বড়বাজার এলাকার পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের জগদ্ধাত্রী পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পোস্তা বাজারের সামগ্রিক পরিস্থিতি দেখে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পোস্তা বাজার কনজেস্টেড হয়ে গেছে। বিশেষ করে বড় বাজার। আমি ববিকে একটা প্ল্যান দিয়েছি। আমাদের ১০ একর জমির উপরে একটা বহুতল মার্কেটিং কমপ্লেক্স করে সেখানে অনেক লোককে জায়গা দিতে। বড় বাজারে দমকল, থানা ছিল না। আমাদের সরকার আসার পর প্রত্যেকটি আস্তে আস্তে করেছে।
Be the first to comment