পিকের দেখানো পথেই দলকে পরিচালনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

প্রশান্ত কিশোরের দেখানো পথেই আপাতত দলকে পরিচালনা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তৃণমূল ভবনে বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। আর বৈঠকে মূলত ৬টি বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে। এদিন বৈঠক শুরুর প্রায় এক ঘন্টা আগে মুখ্যমন্ত্রী তৃণমূল ভবনে পৌছলে তাঁর সঙ্গে গোপনে বৈঠক সারেন পিকে। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তবে এদিন বৈঠক সেরেই বেরিয়ে যান প্রশান্ত।

কী কী বিষয়ে জোর দেওয়া হলো?

১) প্রত্যেক বিধানসভার বিধায়কদের চারজন করে নাম ১৮ জুলাইয়ের মধ্যে দলের কাছে জমা দিতে হবে। বুথ স্তরের দুজন এবং সংগঠন দেখেন এমন আর একজন সোশ্যাল মিডিয়া দেখেন এমন একজন।

২) জনতার সঙ্গে অতি সরল সহজভাবে মিশতে হবে।

৩) বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে কোনো রকম সংঘর্ষ তথা কোনরকম উত্তপ্ত বাক্যবিনিময় ঘটনা বিধানসভা এলাকায় করা চলবে না এমন পরিস্থিতি এড়িয়ে যেতে হবে।

৪) প্রদত্ত সংবাদ মাধ্যমের সঙ্গে মুখ খোলা যাবে না এবং যত সম্ভব সংবাদমাধ্যমকে এড়িয়ে চলতে হবে। ঘটনা ঘটলে আচমকা বা আলটপকা মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে।

৫) কোনও জনপ্রতিনিধি যদি এলাকায় ছাড়েন কিংবা দেশ অথবা রাজ্যের বাইরে যান তাহলে তা সরকার প্রশাসন এবং দলকে অবশ্যই জানাতে হবে।

৬) কেউ ভুল করে থাকলে মানুষের মুখোমুখি হন। মানুষ কে এড়িয়ে চলবেন না। তবে মানুষের ক্ষোভ কমবে।

পাশাপাশি এদিন সুব্রত বক্সী ও রাজীব বন্দ্যোপাধ্যায়কে কোচবিহারের পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*