এবার থেকে যে সব সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজির থাকবেন সেখানে এবার নেতা কর্মীদের ঢোকাটা আর সহজ রইল না। দলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোরের সংস্থা চালু করছে নতুন কার্ড। যাতে দেওয়া থাকবে নির্দিষ্ট বার-কোড। আর সেটাই হবে সভায় ঢোকার ছাড়পত্র।
উল্লেখ্য, ২ মার্চ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুর নির্বাচন নিয়ে বৈঠক ডেকেছেন তৃণমূলনেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বৈঠকে হাজির হতে ওই কার্ড নিয়েই যেতে হবে। আর নতুন এই কার্ডের ব্যবস্থা করেছে প্রশান্ত কিশোরের সংস্থা ‘আইপ্যাক’।
জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের অনেক বৈঠকেই বিনা আমন্ত্রণে চলে আসেন বহু কর্মী, নেতা। যে স্তরের সাংগঠনিক নেতাদের ডাকা হয় তার বাইরেও অনেকে চলে আসেন। আবার কোনও কোনও নেতা অনুগামীদের নিয়ে বৈঠকে ঢোকেন। কিন্তু এবার তা হতে দিতে চায় না তৃণমূল কংগ্রেস। আর তার জন্যই তৈরি হয়েছে ‘বার-কোড’ দেওয়া আমন্ত্রণ পত্র।
আর সেই কার্ড দেখিয়ে কোন স্তরের নেতা নেতাজি ইন্ডোরের কোন গেট দিয়ে ঢুকতে পারবেন সেটাও ঠিক করা থাকবে। ইতিমধ্যেই জেলায় জেলায় সেই কার্ড বিলি শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
Be the first to comment