“বাঙালি প্রধানমন্ত্রী কেউ হলে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ই” শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথাই বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যদিও ৫ জানুয়ারি মুখ্যমন্ত্রীর জন্মদিন নয়। তবুও অনেকেই এই দিনটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন হিসাবেই জানেন।
শনিবার দিলীপ বাবু বাংলার মুখ্যমন্ত্রীর সুস্থ শরীর এবং সফল জীবন কামনা করেন। বিজেপির রাজ্য সভাপতি বলেন, তাঁর সাফল্যের উপর পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ভর করছে। সেকারনেই ওঁর সুস্থ থাকা প্রয়োজন। যদি কোনও বাঙালি প্রধানমন্ত্রী হন, তাহলে ওঁরই সম্ভাবনা আছে। তবে এখানেই থেমে না থেকে দিলীপ বাবু আরও বলেন, আমরা জ্যোতিবাবু একটুর জন্য প্রধানমন্ত্রী হতে পারেন নি। ওঁর পার্টি হতে দেয়নি। তাই লিস্টে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই উপরে রয়েছে। প্রণববাবু রাষ্ট্রপতি হয়েছেন। এবার একজন বাঙালি প্রধানমন্ত্রী হওয়া উচিত।
তবে এদিনের সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষের কথা শুনে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এটা কী নিতান্তই শুভেচ্ছা নাকি সত্যি তিনি চান প্রধানমন্ত্রী হোন মমতা বন্দ্যোপাধ্যায়? এখন তা নিয়েই চলছে বিস্তর জল্পনা।
শুনুন দিলীপ ঘোষের বক্তব্য-
Be the first to comment