বিবেকের তাগিদেই এখানে এসেছিঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

ব্যক্তিগতভাবে কারও বিরুদ্ধে আমার কোনও ক্ষোভ নেই। আমার ক্ষোভ তাঁদের উপর যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে নিজেদের জন্য ব্যবহার করছেন এবং নষ্ট করছেন। সোমবার ধর্ণা মঞ্চের পাশে রাজ্য ও কলকাতা পুলিশের যৌথ অলঙ্করণ সমারোহ অনুষ্ঠানে এভাবেই নাম না করে বিজেপিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি মমতা জানান, যারা বাংলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন তারা পুরোপুরি মিথ্যা কথা বলছেন। তাদের মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে বসে থাকার বার্তা দিলেন তৃণমূল নেত্রী। কোনও প্রমাণ ছাড়াই যাকে তাকে দোষীসাব্যস্ত করা হচ্ছে। এটা চলতে পারে না। আমি তাই প্রতিবাদ জানাচ্ছি, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও জানান, আসল চোরেরা ধরা পড়ে না। কিন্তু যারা ভালোভাবে কাজ করে তাদেরকেই চক্রান্ত করে দোষী সাব্যস্ত করা হয়। আমি এই ঘটনার শেষ দেখে ছাড়বো। প্রয়োজনে নিজের প্রাণ দিতেও রাজি। তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, আমি চোর, রাজীব কুমার চোর। আমি কার টাকা নিয়েছি? রাজীব কুমার টাকা নিয়েছে? তৃণমূল কংগ্রেসের অনেককেই গ্রেফতার করা হয়েছে। এক কাপ চা যে কখনও চেয়ে খায়নি তাকে বিরক্ত করছে। আমি তখনও কিছু বলিনি। কিন্তু যখন পুলিশ ফোর্সের গায়ে আঘাত লেগেছে তখন রাস্তায় নেমেছি। রবিবার ছুটির দিনে সিপির বাড়িতে চলে গেলেন। সুরজিৎ, রাজীব বলেছিলো আপনার আসার দরকার নেই। আমরাই সামলে নেবো। তখন আমি বলি চিরকালই আমি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে লড়াই করেছি। বিবেকের তাগিদেই এখানে এসেছি। মমতা জানান, ৩৫৫ বা ৩৫৬ ওরা দিলে আমরাও ১৪৪ করতে পারি। চিটফান্ড কান্ডে সিট গঠন করেছিলাম আমরাই। শ্যামল সেন কমিশন গঠন করে বহু মানুষের টাকা আমরা ফেরত দিয়েছি। সিটে যে সমস্ত অফিসাররা তদন্ত করেছে তাদের ধরে-বেঁধে আনতে হবে? এছাড়াও এদিন নাম না করে কেন্দ্রের বিরুদ্ধে ফোন ট্যাপিংয়েরও অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন কথা বলারও কোনও স্বাধীনতা নেই।

এদিন ধর্ণা মঞ্চের পাশে অপর একটি মঞ্চে পুলিশকে সম্মান জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। পুলিশের হাতে তুলে দেন পদকও। মমতা বলেন কলকাতা পুলিশ আমাদের রাজ্যের গর্ব। পুলিশের অপমান গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে। তাই আমরা “সেভ ইন্ডিয়া” করছি।

দেখুন ভিডিও-

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*