ছবি ও ভিডিও সৌজন্যে- (মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক)
বৃহস্পতিবার দেশপ্রিয় পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা নিজেদের মাতৃভাষাকে যেমন ভালোবাসি, শ্রদ্ধা করি তেমন সমস্ত ভাষাকেই সম্মান জানাই। অমর একুশের মঞ্চ থেকেই তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাঁর ক্ষোভ ব্যক্ত করেন। তিনি বলেন এখানে বলবনা তো কোথায় বলবো?
পাশাপাশি পুলওয়ামার ঘটনা নিয়ে তিনি যে কতটা চিন্তিত সেটা এদিন তাঁর বক্তব্যের মাধ্যমেই বোঝা যায়। মুখ্যমন্ত্রী বলেন কিছু ঘৃণ্য রাজনৈতিক দলের লোক এই দেশটাকে ভাগ করতে চাইছে। তারা ঠিক করে দেবে কারা কি খাবে? কি পরবে? তাদের এতো ঔদ্ধত্য? এই ঔদ্ধত্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আমরা চাই ভারতবর্ষ এক থাকুক, ভারতবর্ষ মাথা তুলে দাঁড়াক। পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন নিরীহ কাশ্মীরিদের উপর আক্রমণের তীব্র নিন্দা করেন। ভারত থেকে উগ্রপন্থা দূর হোক। এই উগ্রবাদের বিরুদ্ধে আমাদের এক হয়ে রুখে দাঁড়াতে হবে। ঔদ্ধত্যের প্রতিবাদ করতে হবে। আমরা চাই ইউনাইটেড ইন্ডিয়া, যেখানে কোনো ভেদাভেদ থাকবেনা।
তবে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ফিরে আসেন ভাষা শহীদদের বিষয়ে। তিনি বলেন আমাদের স্মরণ করতে হবে ১৯৫২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে মাতৃভাষার জন্য ছাত্রদের আত্মবলিদানের কথা। তারপর থেকে এই দিনটি ভাষা শহীদ দিবস হিসাবে পালন করা হয়। ১৯৯৯ সালে ইউনাইটেড নেশন এই দিনটিকে স্বীকৃতি দেয় এবং ২০০০ সাল থেকে সারা বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।
দেখুন ভিডিও-
ক্লিক করুন নীচের লিঙ্কে!
দেখুন ছবি-
Be the first to comment