মাসানুর রহমান,
আজ হাওড়ার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের পাঁচলায় এক নির্বাচনী সভা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, মোদী বাবু ২০১৪ সালে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন যার কোনটাই তিনি পূরণ করেননি। তিনি আরও বলেন, বিজেপির নেতারা এখন আবার অনেক প্রতিশ্রুতি দিচ্ছে। এই মিথ্যে প্রতিশ্রুতির ফাঁদে কেউ পা দেবেননা৷
তিনি আরোও বলেন, একটা নির্লজ্জ সরকার পাঁচ বছর ধরে বসে আছে দিল্লীতে। ক্ষমতায় আসার আগে বলেছিল আচ্ছে দিন আসবে। আচ্ছে দিনের নামে পেট্রোল ডিজেলের দাম বাড়িয়েছে, নোট বাতিল করেছে, মানুষকে বেকার করেছে, কৃষকরা আত্মহত্যা করেছে, সংখ্যালঘুদের খুন করেছে, তপশিলিদের খুন করেছে, দেশ ভাগ করছে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছে। জাতীয় প্রতিষ্ঠানগুলোকে নিজেদের হাতে নিয়ে নিয়েছে, এবার সংবিধান বদলে দেবে। মোদীবাবু যা করছেন, তা খুব ভয়ঙ্কর। গণতন্ত্র না থাকলে মানুষ বাঁচতে পারে না। রাজনীতি লোভের জায়গা নয়- ত্যাগের জায়গা, সাধারণ মানুষের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সরকারের প্রকল্প আছে।
Be the first to comment