ফিরহাদ হাকিমের স্কুটারে চড়ে নবান্নে মমতা, জানালেন অভিনব প্রতিবাদ

Spread the love

অগ্নিমূল্য পেট্রোপণ্য। লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রল ডিজেলের দাম। একমাসে তিনবারে ১০০ টাকা দাম বেড়েছে রান্নার গ্যাসেরও। নাভিশ্বাস মধ্যবিত্তের। পেট্রোপণ্যের অভিনব প্রতিবাদে পথে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ি ছেড়ে ইলেকট্রিক স্কুটারে করে নবান্নে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। চালক ফিরহাদ হাকিম। পিছনে হেলমেট পরে সওয়ার মমতা। গলায় ঝোলানো পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পোস্টার। আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে রাজ্যজুড়ে ব্যাপক আন্দোলনের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

নাড্ডার বঙ্গসফরের দিনেই অভিনব প্রতিবাদ হাতিয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের। গাড়ি ছেড়ে ব্যাটারি চালিত গাড়িতেই পাড়ি দিলেন গোটা পথ। মমতার রুটে ছিল হেস্টিংসে বিজেপি পার্টি অফিসও। এদিন মুখ্যমন্ত্রী নিরাপত্তারক্ষীরাও ছিলেন ই-স্কুটারে। তবে ছিল না কোনও দলীয় পতাকা।

নবান্নে পৌঁছে সংমাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মোদী সরকারকে ভাঁওতাবাজ বলে তীব্র আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, ‘রান্নাঘরে আগুন লেগেছে। ভোট এলে বলে বিনামূল্যে গ্যাস দেবে। উল্টে LPG-এর দাম বাড়িয়ে দেয়। এদের থেকে বড় ভাঁওতাবাজ নেই।’ জ্বালানির লাগামহীন দামবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে পেট্রোপণ্যকে GST-এর আওতায় আনার দাবি জানান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে মোদী সরকারের নামবদল নীতি নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল সুপ্রিমো। মোতেরায় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রীর নামে হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘মোদী সরকার দেশবিরোধী। পারলে সব বিক্রি করে দেয়। নাম পাল্টে দেয়। এরা কোনদিন না দেশের নামটাই পাল্টে দেন।’

উল্লেখ্য, এই প্রথম নয় এর আগেও তৃণমূল সুপ্রিমোকে স্কুটারে চড়তে দেখেছেন রাজ্যবাসী। ১৪ বছর আগে বিরোধী নেত্রী থাকাকালীন জঙ্গলমহলে রাস্তা অবরুদ্ধ থাকার কারণে ছত্রধর মাহাতোর স্কুটারে চড়ে গন্তব্যে পৌঁছেছিলেন মমতা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*