পুলওয়ামাকাণ্ডে নিহতদের স্মরণে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Spread the love

শুক্রবার পুলওয়ামাকাণ্ডের বর্ষপূর্তি। ২০১৯-র ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। প্রাণ হারান ৪০-এরও বেশি জওয়ান। উরির থেকেও ভয়ঙ্কর জঙ্গি হানায় কেঁপে ওঠে কাশ্মীর। জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে অবন্তীপুরার কাছে একটি গাড়ি সেনা কনভয়ে ঢুকে বিস্ফোরণ ঘটায়। পরে হামলার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ।

জঙ্গিহানার ভয়াবহতা দেখে শিউরে উঠেছিল গোটা দেশ। আজ, শুক্রবার পুলওয়ামায় নিহতদের স্মরণে ট্যুইটারে শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সাহসী জওয়ানদের স্যালুট জানানোর পাশাপাশি শহিদদের পরিবারকে শ্রদ্ধার্ঘ মুখ্যমন্ত্রীর ৷

শ্রীনগর-অনন্তনাগ হাইওয়ে ধরে জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিল ২৫০০ জওয়ানের একটি কনভয়। ৭৮টি গাড়ির ওই বিশাল কনভয়ই ছিল জঙ্গিদের টার্গেট। পুলওয়ামার অবন্তীপুরার কাছে কনভয় পৌঁছতেই, উল্টো দিক থেকে একটি এসইউভি গাড়ি কনভয়ের কাছাকাছি চলে আসে। তারপরেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। পাশেই ছিল ৫৪ নম্বর ব্যাটেলিয়নের বাস। বিস্ফোরণে উড়ে যায় জওয়ানদের বাসটি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*