লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়েছিল পুরুলিয়া। আর কলকাতার পর নাগরিকত্ব আইনের প্রতিবাদে এবার পুরুলিয়া দিয়েই জেলাসফর শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। CAA-NRC’র প্রতিবাদে পুরুলিয়া টাউনে ৫ কিলোমিটারের মিছিল এসে ‘গোটা দেশে বিজেপিকে একঘরে করার আহ্বান করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। এই মর্মে শুধু বিরোধী রাজনৈতিক দলই নয়, দেশের নাগরিক সমাজকেও রাস্তায় নামার অনুরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মমতা বলেন, বৈধভাবে এদেশে বসবাসকারী নাগরিকদের নাগিরকত্ব কেড়ে নিতে চাইছে বিজেপি। সবার কাছে আমার অনুরোধ, একজোট হয়ে বিজেপিকেই গোটা দেশে একঘরে করে দিন। সোমবার মিছিল শুরুর আগে সমাবেশ থেকে আহ্বান মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি আরও একবার মমতা জানিয়ে দেন, CAA বাতিল না হলে আমি আন্দোলন থামাব না। আপনারা শুধু ভোটার লিস্টে নাম রয়েছে কিনা দেখে নিন। বাকি আমি দেখে নেব। বাংলা থেকে কাউকে তাড়াতে দেব না। দেশ থেকে তাড়াতে দেব না।
প্রসঙ্গত, সদ্য NPR চালুর কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। শুরু থেকেই রাজ্যে তা হবে না বলে জানিয়ে দিয়েছে কেরালা ও পশ্চিমবঙ্গ। সেই প্রসঙ্গে আজ ফের একবার, বাংলায় NPR হবে না’ বলে স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, ছ’মাসের মধ্যেই রাজ্যে পুরভোট। প্রসঙ্গত, রবিবার পুরুলিয়া এসেই নাগরিক স্বাচ্ছন্দ্যে জোর দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।
দেখুন ভিডিও!
Be the first to comment