মাসানুর রহমান,
আজ পুরুলিয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত হুড়াতে একটি জনসভা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় তিনি বলেন যে পুরুলিয়ার উন্নয়নের স্বার্থে সেখানে শান্তি বজায় রাখতে বদ্ধপরিকর তৃণমূল সরকার। বাংলার সংস্কৃতি বৈচিত্রের মধ্যে ঐক্য সুতরাং এখানে রাজনীতি আর ধর্মকে মিশিয়ে ফেলা উচিত নয়।
তিনি আরোও বলেন, কেন্দ্রের বিজেপি সরকার আসলে এখানকার মাহাতোদের সাথে আদিবাসীদের ঝগড়া লাগাতে চাইছে ওদের তপশিলি জাতিভুক্ত করার কথা বলে। কিন্তু এই সরকার এদের জন্যে কিছুই করেনি। অন্য দিকে আমরা সবাইকে সমান ভাবে নিয়ে চলি।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই দেশে কেউ আর প্রধানমন্ত্রী কে বিশ্বাস করে না কারণ ওরা এত মিথ্যে কথা বলে। ‘গো-রক্ষা’-র নাম করে ওরা দেশ চালাতে চাইছে। ওরা দাঙ্গা বাঁধিয়ে ক্ষমতায় আসতে চায়। কিন্তু ওরা জানে না মমতা বন্দ্যোপাধ্যায় কি দিয়ে গড়া। আমি মানুষের কাছে ছেড়ে দেব ওদের জবাব দিতে, আর মানুষ ভালো মতো ওদের জবাব দেবে।
Be the first to comment