রাজ্যে বিশেষ করে পশ্চিমাঞ্চলের খরা পরিস্থিতি নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খরাপ্রবণ পুরুলিয়ায় কৃষকদের সমস্যার উপর নজর। পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠকে জেলাশাসককে কৃষিকাজের জন্য জল ও পানীয় জলের সমস্যা মেটাতে দ্রুত কাজ করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে জেলার অর্থনৈতিক উন্নয়নে স্থানীয় প্রাকৃতিক সম্পদ ব্যবহারের উপর জোর দেন মুখ্যমন্ত্রী। শালপাতার পাশাপাশি, বড় পাতা দিয়ে থালা, বাটি, ঠোঙা তৈরির ব্যবস্থা করেত বলে মমতা। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, সরকারের তরফে কাজ শেষ হয়েছে। এখন প্রশানিক স্তরে কাজগুলিকে এগিয়ে নিয়ে যেতে হবে। পুরুলিয়ার বেলগুমা পুলিস লাইনে প্রশাসনিক বৈঠকে মানুষের পাশে থাকতে ও দ্রুত কাজ করার নির্দেশ দিয়ে জেলা পরিষদের সভাধিপতিকেও দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন নেত্রী। সেইসঙ্গে আটকে থাকা কৃষি ঋণ নিয়ে পদক্ষেপ করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
Be the first to comment